সীমান্ত-হামলার পর পাকিস্তানের হিন্দুদের দীপাবলী’-র শুভেচ্ছা ইমরান খানের

সীমান্তে পাক-সেনার হামলায় ভারতীয় সেনার মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই এক টুইটে পাকিস্তানের হিন্দু নাগরিকদের ‘শুভ দীপাবলী’-র শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

পাকিস্তানে হিন্দু’রাই বৃহত্তম সংখ্যালঘু সরকারি হিসাব বলছে, এই মুহুর্তে পাকিস্তানে প্রায় à§­à§« লক্ষ হিন্দু বসবাস করেন। তবে বেসরকারি হিসাব, পাকিস্তানে এখন ৯০ লক্ষেরও বেশি হিন্দু বসবাস করছেন।

শনিবার হিন্দু সম্প্রদায়ের আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালি উপলক্ষে ওই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে পাক- প্রধানমন্ত্রীর এভাবে শুভেচ্ছা জানানো বেনজির বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মহল। টুইটে খান লিখেছেন, “আমাদের সমস্ত হিন্দু নাগরিককে দীপাবলীর শুভেচ্ছা জানাই”। ওদিকে পাক- সংবাদমাধ্যম জানাচ্ছে, পাকিস্তানের হিন্দুরা এদিন আলো- প্রদীপ দিয়ে তাদের ঘরবাড়ি এবং মন্দির সাজিয়েছেন৷ পূর্ণ উৎসাহ ও উদ্দীপনায় হিন্দুরা দেশজুড়ে দীপাবলী উদযাপন করছে। জিও নিউজ জানিয়েছে, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, করাচি, লাহোর এবং অন্যান্য বড় শহরগুলিতেও এই উৎসব হচ্ছে৷

আরও পড়ুন- বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিন রুখতে পারবে করোনা অতিমারিকে, দাবি বিজ্ঞানীদের