Wednesday, November 5, 2025

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হানা, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ পাক জওয়ান

Date:

Share post:

পাকিস্তানের আক্রমণের কড়া জবাব দিলো ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় বাহিনীর প্রত্যাঘাতে নিহত হয়েছেন ১১ জন পাক জওয়ান। বৃহস্পতিবার রাত থেকে অস্ত্রবিরতি লংঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মুর পুঞ্চ থেকে কাশ্মীরের উরি, গুরেজ সহ বিভিন্ন এলাকায় গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী।


এই হামলার পরে প্রত্যুত্তরে জবাব দেওয়ার প্রস্তুতি নেয় ভারত। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় সেনা এবং বিএসএফের পাল্টা জবাবে ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আছেন পাক সেনার ২ জন স্পেশাল সার্ভিস গ্রুপের কম্যান্ডো। ভারতের পাল্টা আঘাতে ১৬ জন পাক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পাক বাহিনীর উপর ঠিক কোন কোন এলাকায় ভারতীয় সেনা করেছে, তার ভিডিও প্রকাশ্যে এনেছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, এই হামলার জবাব দিতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করা হয়েছে। পাক সেনার বাঙ্কার, অস্ত্র, জ্বালানি ঘাঁটি, লঞ্চপ্যাড ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে পাকিস্তানের দাবি, বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। ভারতের হামলায় আহত হয়েছেন ১২ জন গ্রামবাসী। পাক বিদেশমন্ত্রক আজ শনিবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে তলব করেছে।

প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তৎপরতা বেশ বেড়েছে । কাশ্মীরে তুষারপাত শুরু হতেই জঙ্গি অনুপ্রবেশ শুরু হয়েছে। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার দুপুরে পাক সেনা হামলা শুরু করলে সাব-ইন্সপেক্টর রাকেশ ডোভাল আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। পাকিস্তানের এই ৪ ভারতীয় সেনা, এক বিএসএফ সাব-ইন্সপেক্টর সহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ৬ জন গ্রামবাসী।

এদিন জওয়ানদের অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, সেনা কো হর জওয়ান কো মেরা সালাম। ওই টুইটে তিনি লেখেন, ‘‘যখনই পাকিস্তান সিজফায়ার লঙ্ঘন করে, তখনই তাদের দুর্বলতা আরও ভালভাবে বোঝা যায়। সেনাবাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। সেনাবাহিনীর প্রত্যেক জওয়ানকে সেলাম জানাই।’’

আরও পড়ুন:কথা দিলেও ডিসেম্বরে বাড়ি ফেরা হবে না সুবোধের, দীপাবলিতে অন্ধকার তেহট্ট

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...