শনি-সোম কম মেট্রো, চক্ররেলে নিয়ন্ত্রিত পরিষেবা

আজ, শনিবার কালীপূজা এবং আগামী সোমবার ভাইফোঁটা উপলক্ষে কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কাজের দিনগুলিতে ১৯০টি মেট্রো চলে। কিন্তু শনি ও সোমবার উৎসবের দিনে ১৯০টির পরিবর্তে ১৫২টি মেট্রো চলবে। ছুটি ও যাত্রী কম হওয়ার জন্য এই দু’দিনের জন্য মেট্রো পরিষেবা কমবে।

আরও পড়ুন : আচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের

মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, এই দু’দিন কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে। দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

আরও পড়ুন : সোমেন নেই, আমহার্স্ট স্ট্রিটের পুজোয় শিখা-রোহন

অন্যদিকে, কালী ঠাকুর বিসর্জনের জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন চক্ররেলে নিয়ন্ত্রিত পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হবে বলেও জানানো হয়েছে। কারণ, যে ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন হয়, তার পাশ দিয়েই মূলত চক্ররেল লাইন রয়েছে। তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে রেল।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article১৪ নভেম্বর, শনিবারের বাজার দর