দুঃখ করবেন না, আমরা বাবার জীবন সেলিব্রেট করব, বার্তা সৌমিত্র-কন্যার

‘‘দুঃখ করবেন না। আমরা বাবার জীবন সেলিব্রেট করব।’’ বাবাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। তার মধ্যেও মনকে শক্ত রেখে এই প্রতিক্রিয়া জানালেন অভিনেতার কন্যা। একইসঙ্গে এদিন রাজ্য সরকার ও হাসপাতালের ডাক্তারদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

চল্লিশ দিনের লড়াই শেষে রবিবার না ফেরার দেশে চলে গেলেন ‘অপু’। এদিন দুপুর ১২.১৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেতাকে হারিয়ে আলোর উৎসবের মাঝেই একরাশ অন্ধকার জমাট বেঁধেছে বাঙালির মনে। গত এক মাসের বেশি সময়ের এই লড়াইয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই লড়াইয়ে শুরু থেকেই পাশে ছিলেন তাঁর কন্যা পৌলমী বসু। এদিন বেলভিউ হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কঠিন সময়ে রাজ্য সরকার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পৌলমী। তাঁর কথায়, ‘‘অভিভাবক হয়ে দিদি যেভাবে পাশে থেকেছেন তাতে আমি কৃতজ্ঞ।বাবাকে যত্ন করে তাঁরা অনেক সম্মান দিয়ে দেখাশোনার ব্যবস্থা করেছে। পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।’’

তবে বাবাকে হারিয়েও বাবার অনুরাগীদের সমবেদনা জানাতে ভোলেননি পৌলমী। শোকে গলা বুজে আসলেও নিজের সব কর্তব্য পালন করেছেন তিনি। এদিন হাসপাতালে দাঁড়িয়ে সৌমিত্রর অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দুঃখ করবেন না। আমরা বাবার জীবন সেলিব্রেট করব।’’ এদিন তিনি কৃতজ্ঞতা জানান চিকিৎসকদের। তাঁর কথায়, ‘‘আমি চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। ওঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন।’’

আরও পড়ুন-সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Previous articleচাকরিপ্রার্থীদের জন্য সুখবর, শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি দিল এসবিআই
Next article‘অভিযান’ শেষ ফেলুদার, মহাশ্মশানে লীন বাংলা সিনেমার একটা অধ্যায়