Thursday, July 3, 2025

‘দিলীপ ঘোষ যাক গুজরাতে, আমরা বাংলায় ভালো আছি’, বললেন ফিরহাদ

Date:

Share post:

আজ ভাতৃদ্বিতীয়া। রাজ্যের মন্ত্রীরা তাঁদের বোনেদের থেকে ফোঁটা নিচ্ছেন। বাদ যাননি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও। এদিনও দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলতে ছাড়েননি পুরমন্ত্রী। বলেছেন, দিলীপ ঘোষ যাক গুজরাতে, আমরা বাংলায় ভালো আছি।

এদিন ফিরহাদ বলেন, “শুভ ভাতৃদ্বিতীয়ায় আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্যে। বাংলার যত ভাই বোন, ‘এক হোক,এক হোক, এক হোক, হে ভগবান’ এই প্রার্থনা আজকের দিনে করি। বাঙালির সাজ আমার অত্যন্ত প্রিয়। শুধু কাজের জন্য সেটা সম্ভব হয় না, তবে সুযোগ পেলে আমি এই সাজে সাজি। এটা আমার কাছে একটা অন্য দিন। এবং আমার নেত্রী তাঁরও আশীর্বাদ পাই আজকের দিনে। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। এই কোভিড পরিস্থিতির মধ্যে মুখে মাস্ক পরে রয়েছি এটা একটা ইতিহাস। পরের বছর আবার মাস্ক খুলে কাটাব তখন আমরা ভাববো এই অদ্ভুত সাজ অর্থাৎ মাস্ক পরেও আমাদের কাটাতে হয়েছিল। এই মহামারি চলে যাবে আজ নয় কাল তার অপেক্ষায় সবাই রইলাম।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গুজরাতে যেমন উন্নয়ন হয়েছে বাংলাতেও তেমন হবে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “গুজরাতে দুই হাজার মানুষের খুন হয়েছে। ইসরাত জাহানের মত অনেকে এনকাউন্টারে মারা গিয়েছেন। গুজরাত, উত্তরপ্রদেশ হলে ভয় হচ্ছে এনকাউন্টারে মারা যাবে। এখানে যত বড় ক্রিমিনাল হোক তাকে কোর্টে হাজির করতে হবে। কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওরা এনকাউন্টারে মেরে দেয়। সেই জন্য বাংলাকে গুজরাত করতে দিতে চাইনা। আমরা এটাকে বাংলাই রাখতে চাই। ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হউক পূর্ণ হউক পূর্ণ হউক হে ভগবান’,। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা এবং অনেক মহাপুরুষের বাংলা সেই বাংলার সৃষ্টি সংস্কৃতিকে আমরা গুজরাতের দাঙ্গায় পরিণত করব না বাংলায় বাঙালিত্ব রাখবো? তা মানুষকে ঠিক করতে হবে। ধর্মে ধর্মে ভেদাভেদ করে কখনও কারখানা হয় না। আমরা এখানে কারখানা করব। এখন দেশের অর্থনীতি এতই পিছিয়ে পড়েছে যে জিডিপি বাংলাদেশের পিছনে পড়ে গিয়েছে। এটা আমাদের কাছে লজ্জা ভারতীয় হিসেবে। তাই দিলীপ ঘোষ চলে যাক গুজরাতে আমরা বাংলায় ভালো আছি।”

আরও পড়ুন-পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

spot_img

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...