Monday, August 25, 2025

দলাদলি, ঠেলাঠেলির বিতর্কে না গিয়ে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একেকদিন মর্নিং ওয়াক চালিয়ে যাচ্ছেন কোচবিহারের তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার সাতসকালে তাঁকে দেখা গেল দিনহাটা শহরের রাস্তায়।

সেখানে কখনও কোনও প্রৌঢ়াকে আশ্বাস দিলেন, তাঁর ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কোথাও পথের ধারে পসরা সাজিয়ে বসা বিক্রেতাকে জানালেন কোনও সমস্যা হলে সরাসরি দিদির কাছে জানানোর ব্যবস্থা করে দেবেন। আবার কখনও সাফাইকর্মীকে ডেকে তাঁর সুখ-দুঃখের খবরাখবর নিয়ে উৎসাহ দিলেন।

আরও পড়ুন : নেতৃত্বের উপর আস্থা নেই, সিপিএম ছেড়ে বিজেপিতে কাউন্সিলর রিঙ্কু! যাদবপুরে প্রার্থী?

এভাবে প্রায় শতাধিক বাসিন্দার সঙ্গে কথাবার্তা বলেন তিনি। এরপরে দিনহাটা পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহের বাড়িতে গিয়ে পরামর্শ নিয়েছেন। দলের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকও করেছেন। তবে তাঁকে বেশি জোর দিতে দেখা গিয়েছে নানা এলাকায় ঘুরে পথচারী, প্রাতর্ভ্রমণকারীদের ডেকে নানা খোঁজখবর নিতে। বয়স্কদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কারও সমস্যার কথা শুনে তা দলনেত্রীর কাছে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনা হল, কোচবিহারে তৃণমূলের একাংশের মধ্যে মাঝেমধ্যেই মতবিরোধ হয়। কদিন আগে দিনহাটায় তেমন মতবিরোধের জেরে উত্তপ্ত হয়েছিল। বাইক জ্বালানোর ঘটনাও ঘটেছিল। সেখানে তৃণমূলের যুব দলের সদস্য-সদস্যাদের নিয়ে নেতা সাতসকালে হেঁটে হেঁটে জনে জনে নানা খবরাখবর নিচ্ছেন, এই দৃশ্য দেখে বাসিন্দা ও ব্যসায়ীরা অনেকেই স্বস্তিতে।

আরও পড়ুন : বাম-কংগ্রেস হাত মিলিয়েছে, তাই সিপিএম ছেড়ে বিজেপিতে যাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর

তৃণমূলের কোচবিহার জেলা যুব সভাপতি জানান, দিদির দূত হিসেবেই তিনি গোটা জেলায় ঘোরার পরিকল্পনা নিয়েছেন। স্থানীয়দের কাছ থেকে যা শুনছেন, জানছেন, বুঝছেন তা নিয়ে রিপোর্ট তৈরি করছেন।

Related articles

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...
Exit mobile version