Thursday, November 27, 2025

কোভিড পিছু ছাড়ছে না, শুক্রবার শুরু আইএসএল

Date:

Share post:

আইএসএল শুরু হতে আর 48 ঘন্টা বাকি। ঠিক তার আগেই জৈব সুরক্ষা বলয়েও কাজ হল না। কোভিডে আক্রান্ত হলেন দুই ফুটবলার। এরা দু’জনই নর্থইস্ট ইউনাইটেড এফসির।
উত্তর গোয়ার কোন্ডলিমে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুশীলন করছিল উত্তরপূর্বের এই দলটি। মাঠের কাছেই ছিল তাদের টিম হোটেল। হোটেলের বাসেই অনুশীলনের মাঠে যাচ্ছিলেন ফুটবলাররা। কোনও ফুটবলারই জৈব সুরক্ষা বলয় লঙ্ঘন করেনি। কিন্তু তার পরেও শেষ রক্ষা হল না। কিন্তু কী ভাবে কোভিড হানা দিল, সেটাই ভেবে পাচ্ছেন না আইএসএল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, সোমবার শেষ অনুশীলন করেছিল দল। এর পর অনুশীলন বাতিল করে দেন কোচ জেরার নাস। গোটা দল আপাতত কোয়ারান্টাইনে চলে গিয়েছে। দলের বাকি ফুটবলারদের জরুরি ভিত্তিতে কোভিড পরীক্ষা করা হবে। যদিও আক্রান্ত ফুটবলাররা এই মুহূর্তে অন্য হোটেলে রয়েছেন।
আইএসএলের গাইডলাইন, আক্রান্ত ফুটবলারদের পর পর দু’টো টেস্ট নেগেটিভ এলে তবেই তারা অনুশীলন শুরু করতে পারবেন।
শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার কথা নর্থইস্টের। আপাতত সেই ম্যাচ নিয়ে কোনও প্রশ্নচিহ্ন না থাকলেও বাকি ফুটবলারদের কোভিড টেস্টের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
গোয়ায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ATK মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। পরের দিন দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে নামবে নর্থইস্ট ইউনাইটেড। ২২ নভেম্বর প্রথম ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন এফ সি গোয়া। বিপক্ষে বেঙ্গালুরু এফ সি। লিগের খেলা শেষ হবে ১১ জানুয়ারি ATK মোহনবাগান বনাম মুম্বই সিটির ম্যাচ দিয়ে।
আজ বুধবার টুইটার আইএসএল-র ১১টি দলের জন্য বিশেষ ইমোজি প্রকাশ করল। এই ইমোজিগুলি ইংরেজি এবং চারটি ভারতীয় ভাষায় হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রতিটি দলের দুটি করে ইমোজি, যার একটি ইংরেজি এবং অন্যটি তাদের স্থানীয় ভাষায়।
আইএসএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, হিরো আইএসএল সম্পর্কে টুইট করার সময় ফুটবল ভক্তরা লিগের প্রতি তাদের ভালবাসা প্রদর্শনের জন্য #LetsFootball or #ISLTwitter মতো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।

spot_img

Related articles

“গো ব্যাক সুকান্ত”! ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদেরই ক্ষোভের মুখে প্রাক্তন রাজ্য সভাপতি

ডায়মন্ড হারবারে সরিষা মোড়ে খোদ বিজেপি (BJP) কর্মীদের বিক্ষোভের মুখে এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)...

সুপ্রিম নির্দেশের পরে দাগিদের তালিকা প্রকাশ করল SSC

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের...

ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন! বলিউডের হিম্যানের প্রয়াণের পরই কানাঘুষো শুরু

প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণায় অনুরাগীরা। বৃহস্পতির সন্ধ্যায় দেওল পরিবারের (Deol family) তরফ...

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...