কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন শুভেন্দু

জয়তু সমবায়। নিমতৌড়িতে তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন পরিবহনমন্ত্রী।

শুভেন্দুর গলায় নীল-সাদা উত্তরীয়। প্যান্ডেলে নীল সাদা কাপড়। তার মাঝেই এদিন সমবায় সপ্তাহকে সামনে রেখে বক্তব্য রাখতে ওঠেন রাজ্যের মন্ত্রী। কালী পুজো আর ভাই ফোঁটার কারণে ১৪ নভেম্বর থেকে উদযাপনের দিন পিছিয়েছে। সমবায় আন্দোলনের ইতিহাস থেকে আজকে সমবায় ব্যবস্থার পোক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার প্রসঙ্গে টেনে শুভেন্দু জওহরলাল নেহরু, সিদ্ধার্থ শঙ্কর রায়ের অবদানের কথা রাখেন।

সমবায়কে বিকল্প অর্থনীতি আখ্যা দিয়ে অবিভক্ত মেদিনীপুরের ভূমিকার কথা বলেন শুভেন্দু। তাঁর দাবি, সমবায় স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করছে। প্রায় এক দশক ধরে তাঁর সমবায় আন্দোলনে তাঁর জড়িয়ে থাকার কথা উল্লেখ করে শুভেন্দুর দাবি, স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রি এক জায়গায় হলেও মা-বোনেরা সমান গুরুত্ব পান না। তাঁদের আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান ওই মঞ্চ থেকে।

আরও পড়ুন:এবার কলকাতায় দেখা গেলো শুভেন্দু-র ছবি দেওয়া ‘দাদার অনুগামী’-র ফ্লেক্স

Previous articleনিশ্চিন্তে আর থাকা যাচ্ছে না: লালবাজারের দ্বারস্থ ‘ফেলুদা’
Next articleরবীন্দ্র সরোবরে দূষণের স্থায়ী সমাধান চেয়ে আবেদন ‘ঐক্য বাংলা’র