Monday, August 25, 2025

প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

Date:

‘অভিশপ্ত’ ২০২০। প্রায় একবছর হল করোনাভাইরাস নামক একটি অদৃশ্য মারণ ভাইরাস পৃথিবীতে এসেছে। প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। প্রথম সারির বহু করোনা যোদ্ধাও মারা গিয়েছেন। যারা একেবারে করোনাভাইরাস শুরুর সময় থেকে লড়ে যাচ্ছিলেন। তঁদের মধ্যে রয়েছেন পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ আরও অনেকে। করোনা এখনও দাপট দেখাচ্ছে বিশ্ব জুড়ে, বাদ যায়নি ভারত, বাদ যায়নি পশ্চিমবঙ্গ। বাংলায় এখনও চলছে উৎসবের মরশুম। তার মধ্যেই আবারও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রথম সারির করোনা যোদ্ধা রাজ্যের আরও পাঁচ চিকিৎসক।

এনিয়ে বুধবার পর্যন্ত মোট ৭২ জন চিকিৎসকের মৃত্যু হল কোভিডে। বুধবার লেক গার্ডেনের বাসিন্দা অনিকেত নিয়োগী। পেশায় তিনি চিকিৎসক। বয়স ৩৫-এর এই চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরামবাগের চিকিৎসক মদন রায়ের। তাঁর বয়স হয়েছিল ৭৮। আরজিকর মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মিত্র। তিনিও আক্রান্ত ছিলেন করোনায়। চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই হৃদযন্ত্র বিকল হতে শুরু হয় তাঁর। এরপরই মারা যান তিনি। সোমবার চুঁচুড়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুরোগ বিশেষজ্ঞ দ্বিজদাস সোমের। বয়স হয়েছিল ৬৮। একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে চিকিৎসক মেঘনীল বোসের। এনিয়ে বুধবার পর্যন্ত মোট ৭২ জন চিকিৎসক প্রাণ গেল বাংলায়। চিকিৎসক সংগঠনগুলির আশঙ্কা, কোভিড সেরে উঠছে। তারপর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা মোট ৪,৪১,৮৮৫। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৬,২৯৬। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৬৮। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৪৪২৯। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৪। এখনও পর্যন্ত বাংলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৮২০। কো-মর্বিডিটির কারণে মৃতর সংখ্যা ৬৫২৯।

আরও পড়ুন-আদালত অবমাননা না করে ছটপুজো পালন করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version