বৈশাখীর আমন্ত্রণ নেই, গোঁসায় বিজয়া সম্মিলনী বয়কট শোভনের!

শোভন-বৈশাখীকে তিনি এক সময় ডাল-ভাত বলে কটাক্ষ করেছিলেন। তাতে যার পর নাই অভিমান করেছিলেন দুজনেই। কিন্তু সেই অভিমান আরও বেড়ে গেল রবিবার।

বিজেপির বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ করা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে, বাদ পড়েন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তাতেই অপমানিতবোধ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন যাবেন না ইজেডসিসির বিজয়া সম্মিলনীতে। ফলে ফের শোভন-বৈশাখী জুটি নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব বাড়ল৷

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার নাগরিক হবে বিরুষ্কার সন্তান! বিরাটের কাছে আজব আবদার বর্ডারের

দিন তিনেক আগেই দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতা অমিতাভ-অরবিন্দ শোভনের বাড়িতে যান। সেখানে উপহার বিনিময়ের পর শোভনের আব্দার মেনে দুজনকেই আরও দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এবং দ্রুত সক্রিয়ভাবে নামার প্রতিশ্রুতিও দেন। কিন্তু ফের সুর কেটে গেল বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে।