তদন্তের মাঝেই হঠাৎ বদলি ইডি কর্তা যোগেশ গুপ্তা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিতে বড়সড় রদবদল। কলকাতা থেকে বদলি হয়ে গেলেন সংস্থার স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তা। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন বিবেক ওয়াদেকর। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : নারদ-কাণ্ডে এবার নোটিশ ধরানো হলো তিনজনকে

১৯৯৩ সালের আইপিএস ব্যাচ যোগেশ গুপ্তা দিল্লিতে বদলি হয়ে স্পেশাল ডিরেক্টর অ্যাডজুডিকেশন পদে যাচ্ছেন। আর যোগেশের দায়িত্ব সামলাবেন ওয়াদেকর। এর আগে যোগেশ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ এবং কেরল ফিনান্সিয়াল কর্পোরেশনের সিএমডি পদে কাজ করেছেন। যোগেশ আইপিএস হলেও তিনি চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট পাশ করা কৃতী। সেই অভিজ্ঞতার কারণেই তিনি সিবিআইয়ের মুম্বই শাখার ব্যাঙ্ক নিরাপত্তা ও জালিয়াতি রোধক শাখার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন : রাজ্যে একাধিক পুলিশ কর্তার দায়িত্বে রদবদল

অন্যদিকে ১৯৯১ সালের আইআরএস ব্যাচ বিবেক ওয়াদেকর ২০১৮ সালে ইডির স্পেশাল ডিরেক্টর নিযুক্ত হন। এই মেয়াদ ৫ বছরের। সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এই তদন্তকারী এজেন্সির হাতেও সারদা, নারদা, রোজভ্যালির তদন্ত প্রক্রিয়া রয়েছে। দেখার বিষয়, এই তদন্ত গতিপ্রাপ্ত হয়, না গয়ং গচ্ছ ভঙ্গিতে চলে।

Previous articleবাঁকুড়ার আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী, খাটিয়ায় বসে শুনলেন অভাব অভিযোগ
Next articleস্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন