Friday, November 14, 2025

বৃহস্পতিবার ভোররাতে নিভার ঘন্টায় ১৩০ কিমি বেগে আছড়ে পড়বে পুদুচেরি ও উত্তর তামিলনাড়ু উপকূলে!

Date:

মৌসম ভবন দুদিন আগেই জানিয়েছিল ঘূর্ণিঝড় নিভার ক্রমশ ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসছে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে। বৃহস্পতিবার ভোররাতে তা আছে পড়বে করাইকাল ও মামল্যপুরম এর কাছে। অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ১২০ থেকে ১৪৫ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা পুদুচেরি ও উপকূল ও উত্তর তামিলনাড়ুর অংশে। এছাড়াও অন্ধপ্রদেশের দক্ষিণ উপকূল তেলেঙ্গানাতেও ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই চার রাজ্যের বিভিন্ন জায়গায়।
শুক্রবার বৃষ্টি হতে পারে কর্ণাটক, ছত্রিশগড় ও উড়িষ্যার কিছু অংশে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি। তারপর কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা।
কলকাতায় আজ, বুধবার, আংশিক মেঘলা আকাশ ছিল ৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ থেকে ৯৫ শতাংশ।
ভোরে ও রাতে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ মিলবে না । কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। জেলায় শীতের আমেজ থাকবে। আগামী সপ্তাহে ফের পারদ নামতে পারে । শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। তারপর কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা ।পূর্ব ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা ।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version