শুক্রবার আইএসএলের প্রথম ডার্বি, তিন পয়েন্ট পাখির চোখ হাবাসের

শুক্রবার আইএসএলের প্রথম ডার্বি। গোয়ার তিলক ময়দানে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের বিরুদ্ধে নামার আগে সতর্ক টিম এটিকে মোহনবাগান।

২৭ তারিখ আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে একেবারে নতুন দল গড়েছে লাল-হলুদ শিবির। কোচ থেকে পাঁচ বিদেশি। ভারতের মাটিতে একেবারে নতুন লালা-হলুদের বিদশি ব্রিগেড। প্রতিপক্ষ মোহনবাগান হলেও, তা নিয়ে ভাবতে নারাজ এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তবে ডার্বি ম‍্যাচে এটিকে এমবি বিরুদ্ধে যে আক্রমনাত্মক খেলবেন, সে কথা জানাতে ভুললেল না রবি। আক্রমনে জেজে, বলবন্তকে সামনে রেখে আক্রমণে ঝাপাবে লাল-হলুদ ব্রিগেড। তাই এদিন অনুশীলনে আক্রমণের ওপর জোরদেন ফাউলার। পাশাপাশি ডিফেন্সকেও মজবুত রাখছেন লাল-হলুদের হ‍্যেডস‍্যার।

আরও পড়ুন- কমলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস, দেখে নিন কী কী অধ্যায় বাদ পড়ল

 

অপরদিকে ইস্টবেঙ্গলে বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে ঝাপাবে এটিকে মোহনবাগান। এদিন অনুশীলন শেষে সেই কথাই জানালেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। আইএসএলের প্রথম ম‍্যাচে জয় পায় হাবাসের দল। তবে জয় পেলেও গোলের সুযোগ মিস করেছে এটিকের মোহনবাগান দল। ডার্বি আগে যা কিছুটা চাপে রাখছে এটিকে মোহনবাগান কোচ হাবাসকে।

আরও পড়ুন- রেল অনুমতি দেয়নি বলেই ৯ মাস পিছল মাঝেরহাট ব্রিজ চালু: মুখ্যমন্ত্রী

Previous articleশঙ্খ, রুদ্রপ্রসাদ, অভিজিৎকে নিয়ে নেতাজি জন্মবার্ষিকী কমিটি গঠন রাজ্যের
Next articleকরোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট