কেন্দ্রীয় নেতৃত্বের পথে হেঁটে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ লকেটের

কেন্দ্রীয় নেতৃত্বের পথে হেঁটে এবার কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, হুগলি জেলার সিঙ্গুরের আনন্দনগরে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন লকেট। বৃহস্পতিবার, কৃষি বিলের সমর্থনে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সিঙ্গুরে গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন : দিলীপ-রাহুলকে দু’পাশে নিয়ে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

সিঙ্গুরে কৃষকদের সঙ্গে নিয়ে লকেট কটাক্ষ করে বলেন, সিঙ্গুর থেকে তৃণমূলের উত্থান আর সিঙ্গুর থেকেই তৃণমূলের পতন হবে। তিনি অভিযোগ করে বলেন, সিঙ্গুরে কৃষকদের শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরই আনন্দনগরে লক্ষ্মীনারায়ণ দাসের বাড়ির দাওয়ায় বসে মধ্যাহ্নভোজ সারেন লকেট চট্টোপাধ্যায়।

রাজ্যে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা দলিত বা আদিবাসী পরিবারে পাত পেড়ে খাচ্ছেন। তা নিয়ে রাজ্যের শাসকদল-সহ অন্যান্য বিরোধীরা কটাক্ষ করছে বিস্তর। তবু, ভোজন-রাজনীতি থেকে তাঁরা যে সরছেন না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন লকেট।

Previous articleরাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি কল্যাণের
Next articleতারাতলায় মিডিয়ার ফুটেজ নিতে গিয়ে বেইজ্জত কৈলাশ