ধর্মঘটের মিশ্র প্রভাব হুগলিতে: রেল-পথ অবরোধ

সাতদফা দাবিতে বাম কংগ্রেসের ডাকে চলছে ধর্মঘট। বৃহস্পতিবার, হুগলি জেলাতেও মিশ্র সাড়া পড়েছে বাম-কংগ্রেসের। শ্রীরামপুরে রেল লাইনের উপর বসে পড়েন ধর্মঘট সমর্থনকারীরা। এর ফলে জেলার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে বহু ট্রেন।

এরপর শ্রীরামপুর, কোন্নগর, হিন্দমোটর-সহ বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই মিছিল করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশ-প্রশাসন।

আরও পড়ুন:নিভারের দাপটে সকাল থেকেই প্রবল বৃষ্টি ও ঝড় চলছে পুদুচেরি-তামিলনাড়ুতে

গোঘাটের বেঙ্গাই চৌমাথায় দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। বাম নেতা-কর্মীরা পথ অবরোধ করে।এদিন ধর্মঘট সফল করতে সকাল থেকেই পথে বাম কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। পুলিশের সঙ্গে কথার পরে অবরোধ ওঠে।

Previous articleনিভারের দাপটে সকাল থেকেই প্রবল বৃষ্টি ও ঝড় চলছে পুদুচেরি-তামিলনাড়ুতে
Next articleসকাল থেকেই রাস্তায় বনধ সমর্থকরা, শহর-জেলায় বিক্ষিপ্ত অবরোধ