Wednesday, November 5, 2025

‘বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন’, নিজেই জানালেন দিলীপ ঘোষ

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক- বিরোধী, দু’পক্ষই নেমে পড়েছে ময়দানে৷
আর তার মাঝেই বোমা ফাটিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, “এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন”।

টুইট করে নিজেই একথা বললেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।”

বিজেপি-বিরোধী শিবির দীর্ঘদিন ধরেই বলে চলেছে, ক্ষমতায় এলে কে হবেন গেরুয়া-মুখ্যমন্ত্রী? তেমন মুখ কোথায়? এবার এই প্রচারের জবাব দিলেন বঙ্গ- বিজেপির সভাপতি৷

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। কখনও ভাসছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নাম, কখনও উঠছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা তৃণমূল নেতার নাম৷ এ ছাড়া বিজেপির রাজ্যের শীর্ষস্তরের দু-একজন নেতার নামও কখনও কখনও উঠে এসেছে৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জল্পনার শরিক হয়ে বলেছিলেন, “দু’জন নয়, তালিকা আরও দীর্ঘ।” এরপর জল্পনা আরও তীব্র হয়েছে৷ অমিত শাহ আগে একবার বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলা ভূমিপুত্রই।” এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্য থেকে আসবে না, তা নিশ্চিত জানার পরেও শাহ কেন ‘ভূমিপুত্র’ শব্দে সেদিন জোর দিয়েছিলেন, তা রহস্যজনক৷ অনেকেই এর মধ্যে কোনও কৌশল আছে বলে মনে করছেন৷

সকলেরই জানা মাঝে একবার বিজেপির বঙ্গ- মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নামও উঠেছিলো৷ যদিও তিনি তীব্র ভাষায় এই প্রচারের প্রতিবাদ করে জানিয়েছিলেন, কোনও প্রকৃত সন্ন্যাসী এ ধরনের পদের জন্য লালায়িত হতে পারেন না৷ জল্পনা এখনও পুরোদস্তুর বহাল৷ বিষয়টি নিয়ে প্রতিদিনই চর্চা চলছে৷

তার মাঝেই দিলীপ ঘোষ পাঁচ মুখ্যমন্ত্রী তৈরি আছেন বলে জানিয়ে দিলেন৷ পাঁচজনের কথা বললেও দিলীপ ঘোষ তাঁর টুইটে পাঁচ জনের নাম জানাননি৷ তবে রাজনৈতিক মহলের ধারনা, ওই পাঁচজনের একজন নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ নিজে৷

আরও পড়ুন- ২ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলবে লোকাল

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...