‘ওরা কৃষক, কোনও সরকারি সংস্থা নয় যে বেচে দেবেন’, সরব কানহাইয়া

কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে ভারতের কৃষক সম্প্রদায়। সম্প্রতি পাঞ্জাব হরিয়ানার কৃষকদের দিল্লি চলো অভিযান থামাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে খট্টর সরকারকে। কৃষকদের এহেন আন্দোলনে যথেষ্ট চাপে কেন্দ্রের মোদি সরকার। এহেন পরিস্থিতির মাঝেই এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। জানিয়ে দিলেন কৃষকরা কোনও সরকারি সংস্থা নয়, যে সরকার চাইলেই বেচে দেবে।

শনিবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক টুইট করেন কানহাইয়া কুমার। যেখানে তিনি লেখেন, ‘শুনুন সাহেব! ওরা কৃষক, কোন নির্বাক সরকারি সংস্থা নয় যে আপনি আপনার বন্ধুদের কাছে ইচ্ছামত দামে বিক্রি করে দেবেন।’ এর পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘কৃষকরা আপনার কাছে তো ১৫ লক্ষ টাকা চাইছে না। এটাও বলছে না ওনাদের সাড়ে আট হাজার কোটির বিমান কিনে দিতে হবে। শুধু বলছে, ওই বিলে একটা লাইন যুক্ত করার জন্য, যে এমএসপির কম দামে ফসল কেনা বেআইনি হিসেবে গণ্য হবে।’

আরও পড়ুন:আন্দোলনের নামে নাটক বিজেপির, তৃণমূলের মিছিলে বললেন বিদ্যুৎমন্ত্রী

পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘ভালো হতো যদি কৃষকরা তাদের ক্ষেতে মাশরুমের সঙ্গে সঙ্গে কিছু লজ্জা উৎপাদন করতে পারতেন। সবজির সাথে মসলা ফ্রি এমন কোনও স্কিমে সাহেব ও তার সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের তা দিতে পারতেন।’ প্রসঙ্গত, নয়া কৃষিবিলকে কেন্দ্র করে ক্ষোভ ক্রমশ বেড়ে উঠেছে কৃষি প্রধান রাজ্য পাঞ্জাব হরিয়ানাতে। কৃষকদের অভিযোগ মোদি সরকারের এই বিল পুরোপুরি কৃষক স্বার্থবিরোধী। তাদের দাবি এই বিলের মাধ্যমে কৃষি মান্ডি তুলে দিয়ে শব্দের বেসরকারি সংস্থার গোলাম বানানোর পরিকল্পনা করছে কেন্দ্র।

Previous articleঘুষ লেনদেনে এশিয়ায় প্রথম ভারত! আন্তর্জাতিক সমীক্ষায় লজ্জার চিত্র
Next article৭ই মেদিনীপুরে সভা মমতার, বিধায়কদের কড়া নির্দেশ