বেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকের

বেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকেরবেলঘড়িয়ায় শ্যুটআউট ঘটনায় গুলিবিদ্ধ হন শুভঙ্কর পাল (২৪) নামক এক যুবক। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানা এলাকার আদর্শ নগরে। মৃত শুভঙ্করবাবু আলিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বেলঘড়িয়ার একটি ব্যাগের দোকানে কাজ করতেন তিনি।

গতকাল, ব্যাগের দোকান থেকে শুভঙ্করকে আদর্শ নগরে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে আরজি কর হাসপাতালে এবং পরে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বুকে গুলি লেগেছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে সিবিআই তল্লাশি-জেরা চলাকালীন মৃত্যু ইসিএল নিরাপত্তা আধিকারিকের

এদিকে বেলঘড়িয়া থানার ও নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিমতা থানার অন্তর্গত আলিপুর রবীন্দ্রনগর থেকে একটি বন্দুক উদ্ধারও হয়। ঠিক কী কারণে তাঁর উপর এই গুলি চালানোর ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleকয়লাকাণ্ডে সিবিআই তল্লাশি-জেরা চলাকালীন মৃত্যু ইসিএল নিরাপত্তা আধিকারিকের
Next articleইশারায় থামালো জলের ট্যাঙ্কার, গলা ভেজাল হাতি