Thursday, August 28, 2025

“পদ নয় পতাকা-নেত্রীর নাম মমতা”, পদের “অধিকারী” নিয়ে এবার ফেসবুক পোস্ট অভিষেকের

Date:

সুপার সানডে এককথায় “সুপার হিট”! রবিবাসরীয় দুপুরে সাতগাছিয়ার ভরা সভায়, যেদিকে তাকাবেন, শুধুই কালো মাথা। সুচারু ভাষায় মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল যুব সভাপতি। “কেউ প্যারাসুটে নামেনি বা কেউ লিফটে ওঠেনি। যদি লিফটে উঠতাম, তাহলে ৩৫টা পদের অধিকারী হতাম। কিন্তু অনেক পদ দখল করে থাকিনি। যদি প্যারাসুটে নামতাম, তাহলে দক্ষিণ কলকাতা থেকে লড়তাম। আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। কিন্তু আমি ডায়মন্ডহারবারের সাংসদ। অনেকে অনেক কথা বলে।” নাম না করে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এখানেই শেষ নয়, জনতার দরবারে তোপ দেগে ডায়মন্ড হারবারের সংসদ বললেন, “যদি কেউ মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের স্বার্থ চরিতার্থ করতে যদি কেউ বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য যদি কেউ মেরুদণ্ড বিকিয়ে দিতে পারেন, তাহলে কি আপনারা ছেড়ে কথা বলবেন? বাংলা ছবিতে একটা সংলাপ আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে পাওয়া যায় না। বিশ্বাসঘাতকতা করলে কড়ায়গন্ডায় জবাব দেওয়া হবে। দল আমাদের মা নয়?”

এ তো গেল জনসভার ক্ষুরধার বক্তব্য। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব অভিষেক। তিনি যে কোমর বেঁধে ময়দানে নেমেছেন সেটা বুঝিয়ে দিলেন একটাই পোস্টে। নিজের ফেসবুক পেজে কী লিখলেন অভিষেক? সোজাসাপ্টা পোস্ট। “পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা…”

তুলে ধরা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

“পদ নয় পতাকা
নেত্রীর নাম মমতা

তৃণমূল কংগ্রেস কর্মীদের ত্যাগ-ধৈর্য্যের বিনিময়ে এই দল আজ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ। তাঁরাই আগামীদিনের পথপ্রদর্শক। আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজের মুচিশা ফুটবল গ্রাউন্ডে আয়োজিত জনসভার কিছু মুহূর্ত। মানুষের মুখরিত সখ্যেই বিরাজ করে তৃণমূল কংগ্রেস। বাংলার হৃদয়ে তৃণমূল। এ মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিই পথের দিশা। এ মাটি লড়তে জানে। জিততে জানে।”

আরও পড়ুন- “দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version