‘ভাইপো’ না বলে নাম বলুন, সাতগাছিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

বেশ কিছুদিন ধরে ‘ভাইপো’ সম্বোধন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভার শুরুতেই তিনি বললেন, ‘‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। কিন্তু যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। বিজেপির ছোট, ব়ড়, মাঝারি নেতা আমাকে বারবার ভাইপো বলে ডেকেছে।’’
মমতা নামক সূর্যের সঙ্গে লড়াই চলছে। সাতগাছিয়ার সভায় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । রবিবার তিনি বলেন, মায়ের সঙ্গে বেইমানি। পারবেন তো নিজেকে সামলাতে। সব দলের নেতারা বারবার বলছে ‘ভাইপো’ । বললেও নাম নেওয়ার সাহস নেই।
তার স্পষ্ট কথা, আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা। মমতা মায়ের সঙ্গে বেঈমানি করা যায় না। সাতগাছিয়াতে
বিজেপিকে আক্রমণ করে অভিষেকের জবাব, লিফটে উঠলে অনেক পথ পেতাম। মমতার মতো মানুষের সঙ্গে লড়লে ঝলসে যাবেন। তৃণমূল কংগ্রেস যা করেছে তা বাংলার মানুষ জানে। সবার আক্রমণের লক্ষ্য এখন ‘ভাইপো’। বিজেপি নেতারা একটাই কথা বলে ‘ভাইপো’।
নাম কোথায় ? বুকের পাটা থাকলে নাম নিয়ে কথা বলুন । আইনি ব্যবস্থা নিয়েছি বলেই নাম নিচ্ছি না।
অভিষেক বলেন, নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তৃণমূলে কেউ প্যারাসুট করে ওঠেনি। তাহলে উচ্চ পদের অধিকারী হতাম। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ অভিষেকের ।

 

Previous articleঅমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান, আলোচনার স্থান পরিবর্তন করছেন না কৃষকরা
Next articleকরোনা আক্রান্ত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়