Monday, January 12, 2026

আজ কোচবিহারে শুরু রাস উৎসব, কোভিডের কারণে হচ্ছে না মেলা

Date:

Share post:

এ বছর কোভিড ১৯ অতিমারির আবহে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন দেবের রাসমেলা না হলেও মন্দিরে রাসচক্র ঘুরিয়ে আজ, রবিবার শুরু হচ্ছে রাস উৎসব। কোচবিহার রাজ আমলের ইতিহাসের সাক্ষী এই মদনমোহন দেবের রাস উৎসব। ইতিহাস গবেষক দের মতে, এই মেলার সূচনা হয় জেলার ভেটাগুড়িতে ১৮১২ সালে মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে ( ১৭৮৩-১৮৩৯ )। ভেটাগুড়িতে নতুন রাজপ্রাসাদের এর গৃহপ্রবেশ উপলক্ষে রাসমেলার আসর বসেছিল। অনুমান করা হয় ১৮৯০ সালে শহরের বৈরাগী দিঘির উত্তর পাড়ে রাজাদের কুল দেবতা মদনমোহন দেবের মন্দির প্রতিষ্ঠা হয়। তখন থেকেই এখানে এই মেলার আয়োজন শুরু হয়। পরবর্তীতে ১৯১৭ মেলা স্থানান্তরিত হয় প্যারেড গ্রাউন্ড এ (বর্তমান রাসমেলা ময়দান)। জানা যায়, ১৯২৩ সালে শহরে কলেরা ছড়িয়ে পড়ার জন্য সেবার মেলা বন্ধ রাখা হয়েছিল।

নিয়ম অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ২৯ নভেম্বর রাতে মন্দির সংলগ্ন রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান যার একসময় সূচনা করতেন কোচবিহারের মহারাজা। তারপর দর্শনার্থীরা পুণ্যলাভের আশায় রাসচক্র ঘুরিয়ে থাকেন। কিন্তু এবছর দর্শনার্থীদের করোনা বিধি মেনে রাসচক্র ঘোরাতে হবে।

দেবোত্তর ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, সকল পুণ্যার্থীদের মাস্ক পরার পর ও স্যানিটাইজ করিয়ে মন্দিরে প্রবেশ করানো হবে। রাসচক্র ঘোরানোর স্থানে শারীরিক দূরত্ব বিধি মেনে চলার জন্য বৃত্তাকার দাগ দেওয়া থাকবে। রাসমেলার বদলে এবছর স্থানীয় এম জে এন স্টেডিয়ামে অল্প কিছু সরকারি স্টল ও খাবারের দোকান বসানোর পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।

কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন এর রাস উৎসবকে কেন্দ্র করে রাস মেলা সর্বধর্ম সমন্বয়ে এক মিলনের মেলা। ফি বছর ভিন রাজ্য ছাড়াও ওপার বাংলা থেকেও বহু ব্যবসায়ীরা বিভিন্নরকম পসরা নিয়ে উপস্থিত হন এই মেলায়। রাস উৎসব এর রাসচক্র তৈরি করেন শহরের তোর্সা পাড়ের একটি মুসলিম পরিবারের সদস্য আল তাপ মিয়া। তিনি আটত্রিশ বছর ধরে রাসচক্র তৈরির দায়িত্ব পালন করে আসছেন। আল তাপ জানলেন, রাসচক্র তৈরি শুরু হয় তার ঠাকুরদাদা পান মহম্মদ মিয়ার হাতে। তারপর বংশানুক্রমে তাদের বাড়িতেই এটি তৈরি হয়ে আসছে। লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাসচক্র তৈরির কাজ শুরু হয়, তারপর রাস পূর্ণিমা পর্যন্ত ওই পরিবার নিরামিষ খেয়ে কাটান। রাস পূর্ণিমার দিন সকালে ঠাকুরবাড়িতে সেই চক্র পৌঁছে দিয়ে তিনি দায়িত্ব সম্পন্ন করেন। সর্বধর্ম সমন্বয়ের অন্যতম নিদর্শন এই রাসচক্র। যা অনেকটাই মুসলিমদের তাজিয়ার মত। যার উপর কাগজের কারুকার্য খচিত হিন্দু দেবদেবীর ছবি লাগানো হয়। রাসচক্র এর মাথায় থাকে গম্বুজ, যা জৈন ধর্মের এবং রাসচক্র এর উপরের দিকে কিছুটা অংশে লাল রং করা হয় যা খ্রিস্টান ধর্মের প্রতীক। তার কথায় এবছর পৃথিবীব্যাপী করোনা আবহে মেলা হচ্ছে না ঠিকই। মানুষ বেঁচে থাকলেই মেলা বেঁচে থাকবে । বেঁচে থাকবে উৎসব।

আরও পড়ুন-অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...