দিল্লিতে কৃষক বিক্ষোভ, টুইটে মোদি-শাহকে কটাক্ষ ডেরেকের

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে রাজধানী দিল্লি কৃষকদের বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল। দিল্লিতে কার্যত অচলাবস্থা। পরিস্থিতি সামাল দিতে কিছুটা পিছু হটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দিল্লির বাড়িতে বৈঠক করেন।

দু’পক্ষের মধ্যে আলোচনা হলেও কৃষকপক্ষ তাতে সন্তুষ্ট নয়। সরকার যেন আগে থেকেই কোনও শর্ত আরোপ না করে, এ ব্যাপারে সতর্ক করেছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে কিছুতেই দমছে না বিক্ষোভ।

আরও পড়ুন:গান্ধী-মূর্তির উন্মোচনে এক মঞ্চে ফিরহাদ-অশোক, সামিল কংগ্রেস বিধায়কও

কৃষকদের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, সোমবার তিনি টুইটে মন্তব্য করেন, “মোদি ও অমিত শাহ কথা দিয়েছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেবেন। কিন্তু পরিস্থিতি যা তাতে অন্তত ২০২৮ সালের মধ্যেও সেটা হবে না। এ দিকে বাস্তব হল, গত ৯ বছরের মধ্যে দিদির বাংলায় কৃষকদের রোজগার আগের চেয়ে তিনগুণ বেড়েছে!”

Previous articleশ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা রাহুল রয়, ভর্তি হাসপাতালে
Next articleফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ