Sunday, February 1, 2026

এখনও অনড়, উল্টে পিকের টিমকেই প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল বিধায়ক শীলভদ্র

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন একুশের ভোটে তিনি দলীয় প্রার্থী হতে রাজি নন৷ মঙ্গলবারও নিজের অবস্থানে অনড়’ই রইলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

এদিন ‘টিম পিকে’-র এক প্রতিনিধিদল দেখা ও কথা বলতে যান বিধায়ক শীলভদ্র দত্তের সঙ্গে। সেই আলোচনার মূল বিষয়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীলভদ্রকে প্রার্থী হতে রাজি করানো৷ তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এদিনও বিধায়ক টিম পিকের সদস্যদেরও স্পষ্ট জানিয়ে দিলেন, একুশের ভোটে তিনি প্রার্থী হবেন না৷

শুধুই নিজের অনড় অবস্থানের কথাই জানাননি, শীলভদ্র উল্টে টিম-পিকের প্রতিনিধিদের পাল্টা প্রশ্নে বলেছেন, দলের নেতারা না এসে এসব কথা আলোচনা করতে পিকের টিম কেন? সবমিলিয়ে শীলভদ্র- ইস্যুতে তৃণমূল শিবিরের অস্বস্তি বেড়েই গেলো৷

আরও পড়ুন : কৃষক বিদ্রোহ সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ-নাড্ডা-তোমর

প্রসঙ্গত, গত অক্টোবরে বিধায়ক শীলভদ্র দত্ত বলেছিলেন, আগামী ভোটে তিনি আর দাঁড়াবেন না৷ সেদিন তিনি বলেছিলেন, “২০২১-এ বারাকপুরে নতুন প্রার্থী আসবে। কাজ করবে। ১০ বছর আমি আপনাদের সঙ্গে থেকেছি। যা করতে পারিনি, তা আমার ব্যর্থতা বলেই মনে করি।” তার আগে ফেসবুকে তিনি লিখেছিলেন, “ভালো নেই”। নভেম্বরের শুরুতেই দলীয় নেতৃত্বের উদ্দেশে সরাসরি তোপ দেগে তিনি বলেন,”একটা বাজারি কোম্পানি টাকা নিয়ে ভোট করাতে আসছে। তারা আমাকে বলছে, আপনাকে ভোট নিয়ে ভাবতে হবে না। ভোট আমরা করাব। আমাকে রাজনীতির জ্ঞান দিচ্ছে। ৯-১০ বছর বয়স থেকে রাজনীতি করছি। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না। রাজনীতিতে সম্মান অনেক বড়। আমিও কিন্তু অনেকের মতই সিঁড়ি ভেঙে এখানে এসেছি।”

বিধায়ক শীলভদ্র এদিনই পরে জানান, “আমার কাছে ওরা জানতে এসেছিল, আমি কেন প্রার্থী হতে চাইছি না ? আমি যেটা পাবলিকলি বলেছি, সেই একই কথা বললাম। সেই কথা থেকে পিছিয়ে আসার কোনও জায়গা আর নেই। তেমন কোনও কারণও এখনও পর্যন্ত ঘটেনি।”

একইসঙ্গে এদিনও শীলভদ্র ফের স্পষ্ট ভাষায় পিকের টিমের বিরুদ্ধে তাঁর অসন্তোষের কথা জানান। বলেছেন, “পিকের টিমের কাজকর্ম আমার আগেও পছন্দ হয়নি, এখনও হচ্ছেনা।”

পাশাপাশি শীলভদ্র দত্ত বলেছেন, “পলিটিক্যাল লিডাররা এলে অনেক ভালো হত। পলিটিক্যাল কর্মীরা এলেও অনেক ভালো হত। আলোচনার ক্ষেত্র ছিলো৷ তবে এটা ওদের ব্যাপার। দল দায়িত্ব দিয়েছে, তাই পিকের টিম এসেছে।” এদিন শীলভদ্র বারাকপুরের মানুষের পাশে থাকার প্রশ্নে বলেছেন, “তৃণমূলের হয়ে দাঁড়ালেই সবাই সঙ্গে আছে, আর না দাঁড়িয়ে সাধারণভাবে কাজ করলে মানুষ সঙ্গে নেই, এমন কেন হবে? কখনই তেমন নয়। যতদিন বাঁচবো, আমিও বারাকপুরের মানুষের সাথেই থাকবো”৷

spot_img

Related articles

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...