করোনা টেস্টের খরচ আরও কমাল সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা পরীক্ষার খরচ আরও কমাল রাজ্য সরকার। আগেই বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের খরচ বারোশো টাকা বেঁধে দিয়েছিল রাজ্য। এবার সেটা কমিয়ে সাড়ে ৯০০ টাকা করা হল। বৃহস্পতিবার, নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসার খরচ যথেষ্ট ব্যয়বহুল। সেই খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও বেসরকারি হাসপাতালগুলিতে করোনার খরচ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। এ বিষয়ে উর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- শিলিগুড়িতে একধাক্কায় ভোট কমেছে সিপিআইএমের, অশোক ভট্টাচার্যের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ গৌতম দেবের

Previous articleশিলিগুড়িতে একধাক্কায় ভোট কমেছে সিপিআইএমের, অশোকের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ গৌতমের
Next articleমমতার মেদিনীপুর- সফরের আগেরদিনই সম্ভবত নতুন ইনিংস শুরু করছেন শুভেন্দু