Thursday, November 6, 2025

কৃষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পদক ফেরাচ্ছেন একাধিক ক্রীড়াবিদ

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছে দেশের কৃষকরা। হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবিলম্বে এই বিল বাতিল করা না হলে দিল্লিকে অচল করে দেবেন কৃষকরা। দেশের কৃষকদের বিল প্রত্যাহারের দাবিকে সমর্থন করে এবার তাদের পাশে এসে দাঁড়ালেন জাতীয় ক্রীড়াবিদরা। অন্নদাতাদের ওপর সরকারের এহেন চাপিয়ে দেওয়া আইনের বিরুদ্ধে এবার সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত রেসলার কার্তার সিং, অর্জুন পুরস্কার প্রাপ্ত বাস্কেটবল খেলোয়ার সজ্জন সিং চীমা, হকি খেলোয়াড় রাজবীর কাউর, শটপুট খেলোয়াড় বালবিন্দর সিং সহ অর্জুন ও পদ্মশ্রী প্রাপ্ত একাধিক প্রাক্তন খেলোয়াড় তাদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৫ ডিসেম্বর। জানা গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা প্রায় ১৫০ জনেরও বেশি কেন্দ্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রাষ্ট্রপতি ভবনের সামনে তাদের পুরস্কার রেখে দিয়ে আসবেন। শুধু তাই নয় কৃষকদের প্রতি সরকার যেভাবে জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে আন্দোলন দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার প্রতিবাদে ক্রীড়াবিদদের কাছে আবেদন করা হয়েছে সরকারি পদক ফিরিয়ে দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ চাপে মোদি সরকার।

আরও পড়ুন:দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, শিশির অধিকারীকে নির্দেশ মমতার

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন পুরস্কার প্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার সজ্জন সিং চীমা জানান, ‘আন্দোলনরত কৃষকদের ওপর কেন জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে তার জবাব দিতে হবে হরিয়ানা ও কেন্দ্রীয় সরকারকে। আমাদের ভাই ও প্রবীণ নাগরিকদের পাগড়িতে হাত পড়লে আমরা চুপ করে বসে থাকব না। আমরা দেশের কৃষকদের সম্পূর্ন সমর্থন করছি। যেখানে সরকার অন্নদাতাদের সম্মান করতে জানে না। তাদের দেওয়া পুরস্কার নিয়ে আমরা কী করব?’ তবে শুধু খেলোয়াড় নয় সরকারের কৃষকদের ওপর কড়া মনোভাবের বিরোধীতা করে তাদের পাশে দাঁড়িয়ে জাতীয় সম্মান ত্যাগ করছেন একাধিক শিল্পী ও সমাজকর্মী।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...