বঙ্গধ্বনি সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

৬ ডিসেম্বর, সংখ্যালঘু সেল পালন করবে সংহতি দিবস। গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান হবে।

৭ ডিসেম্বর, মেদিনীপুরে মমতার সভা। ওইদিন সব এলাকায় একই সুরে সভা হবে।

৮ ডিসেম্বর, কৃষিবিল প্রত্যাহারের দাবিতে গান্ধীমূর্তির পাদদেশে কৃষকে সেলের তিন দিনের ধরণা কর্মসূচির সূচনা। ৮, ৯ ও ১০ ডিসেম্বর টানা তিনদিন এই কর্মসূচি চলবে।

ওইদিন শ্রমিক স্বার্থে রেল, কয়লা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বিলগ্নীকরণের বিরুদ্ধে কোল ইন্ডিয়ার সামনে দিনভর ধরণা কর্মসূচি পালন করা হবেয শ্রমিক নেতাদের নেতৃত্বে।

৮ ডিসেম্বর, কলকাতার সব পুরো এলাকায় বিকেল ৩ টা থেকে ৪টে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে মিছিল।

৮ ডিসেম্বর , রানিগঞ্জের সভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৯ ডিসেম্বর, বনগাঁর সভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১০ ডিসেম্বর, গান্ধীমূর্তির পাদদেশে কৃষক সেলের ধরণা মঞ্চে বক্তব্য রাখবেন মমতা।

১৪ ডিসেম্বর, উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৫ ডিসেম্বর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বুধভিত্তিক কর্মীসভা হবে।

১৬ ডিসেম্বর, কোচবিহারে বুধভিত্তিক কর্মীসভা।

এরই পাশাপাশি বড়দিনের উৎসব সহ বিভিন্ন সরকারি কর্মসূচি চলবে।
১১ থেকে ২১ডিসেম্বর দশদিন ধরে চলবে বঙ্গধ্বনি যাত্রা। সেখানে সরকারের সাফল্য তুলে ধরা হবে। বিস্তারিত কর্মসূচি দলের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বলদবাঁধের কলতান জানান দিচ্ছে শীতের

Previous articleবলদবাঁধের কলতান জানান দিচ্ছে শীতের
Next articleনিজের সঞ্চয়ের ২৫লক্ষ দিয়ে নির্বাচনী তহবিল গড়লেন মমতা