ভারতে দ্রুত আসছে ভ্যাকসিন, কারা পাবেন? জানালেন প্রধানমন্ত্রী

সঠিকভাবে দিন তারিখ জানাতে না পারলেও খুব দ্রুতই দেশে মিলবে করোনা ভ্যাকসিন। আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার, দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, ভারতে তিনটি ভ্যাকসিনের শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। ভ্যাকসিনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই এসে যাবে।

কিন্তু কারা পাবেন করোনার ভ্যাকসিন?
এই প্রশ্ন উঠেছে দেশজুড়ে। তার উত্তরে প্রধানমন্ত্রী জানান, কোভিড যোদ্ধা এবং জটিল অসুখে আক্রান্ত প্রবীণরা সবার আগে ভ্যাকসিন পাবেন। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য আলোচনা হয়েছে। তার মধ্যে দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভ্যাকসিনের বণ্টন নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে এ দিনের বৈঠকে জানান মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফে ছিলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:সৌরভ-সৌমিত্রর তরজায় উত্তপ্ত উত্তরবঙ্গের হিমেল হাওয়া

প্রধানমন্ত্রী বলেন, দেশে যতদিন না ভ্যাকসিন সম্পূর্ণভাবে এসে যাচ্ছে ততদিন সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া বা দূরত্ব বিধি মেনে চলা ভুললে চলবে না।

Previous articleএগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির
Next articleমানসিক অবসাদ? তিন তলার ছাদ থেকে ঝাঁপ ৬৩ বছরের বৃদ্ধের