Breaking: তৃণমূল বিধায়ক খুনে মুকুল রায়কে চার্জশিট

নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায়কে চার্জশিট দিল সিআইডি। শনিবার এটি আদালতে জমা পড়েছে।

আরও পড়ুন – কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে রবিবারও বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জেরা করছে সিআইডি

আরও পড়ুন : Breaking: সত্যজিৎ খুনে মুকুলের বিরুদ্ধে কী কী তথ্য পুলিশের হাতে, অথচ চার্জশিটে বাদ!

এর আগে এই মামলায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে চার্জশিট দিয়েছিল সিআইডি। তখন কথা উঠেছিল একই তথ্য ও সাক্ষ্য থাকলেও মুকুলকে বাদ দেওয়া হল কেন। এফ আই আরেও মুকুলের নাম ছিল। সিআইডি পরবর্তী তদন্তের দরজা খুলে রেখেই তখনকার চার্জশিট দিয়েছিল। এখন মুকুল রায়কে খুনের ষড়যন্ত্রে চিহ্নিত করে এই চার্জশিট পেশ হল।