Sunday, November 9, 2025

‘সুন্দর নেপাল গড়া’, রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ নেপালে

Date:

Share post:

সময় ভালো যাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। নিজের দলের বেশিরভাগ শীর্ষ নেতাই চটে রয়েছেন তাঁর ওপর। গদি না থাকার সম্ভাবনাও রয়েছে বলে একাংশের মত। এমন টানাপোড়েনের মাঝে জনগণের বেশিরভাগ গণতন্ত্র ছেড়ে ফের রাজতন্ত্রের শাসনে ফিরতে চাইছে। কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন বহু মানুষ। শনিবারও এর জেরে ফের উত্তাল হয়ে ওঠে কাঠমাণ্ডু। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন হাজার হাজার নাগরিক।

স্থানীয় সূত্রে খবর, শনিবারের বিক্ষোভের বিষয়ে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল। সেই অনুযায়ী নেপালের রাজধানীর রাজপথে জাতীয় পতাকা হাতে একজোট হয়েছিলেন হাজার হাজার মানুষ। সে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কেপি শর্মা ওলিকে অপসারণ করার দাবি তোলেন। পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরবও হন তাঁরা। স্লোগানে শোনা যায় হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিও। তাঁরা এও উল্লেখ করেন, দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালোর জন্যই তাঁরা এই দাবি জানাচ্ছেন।

এপ্রসঙ্গে ওই বিক্ষোভে যোগ দেওয়া সেদেশের বেশ কিছু মানুষের বক্তব্য, ‘আজকে যারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের জন্য কিছু চাইতে আসেননি। যুব সম্প্রদায়ের নেতৃত্বে চলা এই আন্দোলনের উদ্দেশ্য হল সুন্দর নেপাল গড়ে তোলা। হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে এনে রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছব ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

আরও পড়ুন-অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...