Sunday, November 9, 2025

‘সুন্দর নেপাল গড়া’, রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ নেপালে

Date:

Share post:

সময় ভালো যাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। নিজের দলের বেশিরভাগ শীর্ষ নেতাই চটে রয়েছেন তাঁর ওপর। গদি না থাকার সম্ভাবনাও রয়েছে বলে একাংশের মত। এমন টানাপোড়েনের মাঝে জনগণের বেশিরভাগ গণতন্ত্র ছেড়ে ফের রাজতন্ত্রের শাসনে ফিরতে চাইছে। কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন বহু মানুষ। শনিবারও এর জেরে ফের উত্তাল হয়ে ওঠে কাঠমাণ্ডু। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন হাজার হাজার নাগরিক।

স্থানীয় সূত্রে খবর, শনিবারের বিক্ষোভের বিষয়ে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল। সেই অনুযায়ী নেপালের রাজধানীর রাজপথে জাতীয় পতাকা হাতে একজোট হয়েছিলেন হাজার হাজার মানুষ। সে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কেপি শর্মা ওলিকে অপসারণ করার দাবি তোলেন। পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরবও হন তাঁরা। স্লোগানে শোনা যায় হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিও। তাঁরা এও উল্লেখ করেন, দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালোর জন্যই তাঁরা এই দাবি জানাচ্ছেন।

এপ্রসঙ্গে ওই বিক্ষোভে যোগ দেওয়া সেদেশের বেশ কিছু মানুষের বক্তব্য, ‘আজকে যারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের জন্য কিছু চাইতে আসেননি। যুব সম্প্রদায়ের নেতৃত্বে চলা এই আন্দোলনের উদ্দেশ্য হল সুন্দর নেপাল গড়ে তোলা। হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে এনে রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছব ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

আরও পড়ুন-অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...