‘আমি সর্বদা কৃষকের পাশেই থাকব’, কৃষি আন্দোলন নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সানি

১১ দিন পার হয়েছে কৃষক আন্দোলন। সরকারের সঙ্গে পাঁচ দফা বৈঠকের পরও এখনও বের হয়নি কোনও সমাধান সূত্র। এহেন পরিস্থিতিতে আগামীকাল ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। তাদের এই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছে বহু রাজনৈতিক দল, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। এরই মাঝে কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সানি দেওয়ল। টুইট করে জানিয়ে দিলেন, ‘আমি আমার দল ও কৃষকদের পাশেই আছি। এবং সর্বদা কৃষকদের পাশেই থাকব।’

কৃষি আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছে কেন্দ্রীয় সরকার। এহেন পরিস্থিতিতে রবিবার এক টুইটে সরব হয়ে ওঠেন বলিউড অভিনেতা তথা গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওয়ল। টুইটে তিনি লেখেন, ‘আমার সকলের কাছে অনুরোধ, এটা কৃষক এবং আমাদের সরকারের বিষয়। দয়াকরে এর মাঝে কেউ ঢুকবেন না। কারণ দু’পক্ষই নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান বের করবে।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি জানি কিছু মানুষ এই আন্দোলনের ফায়দা তুলতে চায়। এবং তারা এই আন্দোলনে ইন্ধন যুগিয়ে চলেছে। তারা কৃষকদের বিষয়ে বিন্দুমাত্র ভাববে না। এই কাজের জন্য ওদের নিজেদের স্বার্থ রয়েছে।’

তবে এখানেই থামেননি তিনি। এর পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ সানি দেওয়ল টুইটে লেখেন, ‘আমি আমার দল এবং কৃষকদের পাশে আছি। এবং সর্বদা কৃষকদের পাশেই থাকব। আমাদের সরকার সর্বদা কৃষকদের উন্নতির জন্য ভেবেছে। এবং আমি বিশ্বাস রাখি কৃষকদের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে কোনও না কোনও সমাধানে রাস্তায় পৌঁছাবে।’

আরও পড়ুন- যারা যাওয়ার তাড়াতাড়ি যাক, নাম না করে ফের শুভেন্দুকে তোপ কল্যাণের

Previous articleকৈলাসের নাগরিকত্ব প্রতিশ্রুতিকে কটাক্ষ ফিরহাদের
Next articleরাজনৈতিক দেউলিয়াপনা, রেড রোডে কৈলাসের মুখে শুধুই ‘ভাইপো’ ইস্যু