বিজেপির উত্তরকন্যা অভিযান থেকে ট্রাফিক পোস্টে হামলা, পোড়ানো হল গুরুত্বপূর্ণ নথিও

উত্তরকন্যা অভিযানের সমযে বাধা পেয়ে বিজেপির আন্দোলনকারীরা পুলিশের ট্রাফিক পোস্টে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠল। সোমবার দুপুরে শিলিগুড়ির কাছে জলপাইমোড়ের ঘটনা। পুলিশের অভিযোগ, বিজেপির মিছিল থেকে একদল ওই ট্রাফিক পোস্টে গিয়ে হামলা চালায়। সেখানে থাকা নথিপত্র, চেয়ার, টেবিল টেনে রাস্তায় বের করে পুড়িয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এর পরে বিশাল পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে গিয়ে কয়েকজনকে আটক করে, পরিস্থিতি আয়ত্বে আনে। পুলিশের দাবি, ওই ঘটনায় যুক্ত বাকিরা পালিয়েছে। তবে পুলিশ তাঁদের খুঁজছে।

আরও পড়ুন : বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে মোবিল-গ্রিজ ব্যবহারের অভিযোগ

এদিন পুলিশের ব্যারিকেড ভাঙার ঘটনা ফুলবাড়ি, তিনবাতি এলাকাতেও ঘটেছে। প্রতিটি এলাকায় পুলিশ প্রথম ব্যারিকেড বাঙার পরেই জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের নিরস্ত করার চেষ্টা করেছে। বেলা ১২টা থেকে কয়েক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। বেলা ২টো নাগাদ পুলিশ অভিযান চালিয়ে আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে য়াওয়া শুরু করে. এর পরেই পরিস্থিতি অনেকটা পুলিশ-প্রশাসনের আয়ত্বে আসতে শুরু করে।

Previous article‘সেটাই করছি যা UPA সরকার করতে চেয়েছিল’, বিরোধীদের তোপ রবিশঙ্করের
Next articleমিটেছে মান-অভিমান, অবশেষে বিজেপির হয়ে ময়দানে শোভন, ‘গাইড’ দেবজিৎ সরকার