Sunday, August 24, 2025

সাতদিনের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভোট স্থগিত করেছিল রাজ্য সরকার। সেখানে প্রশাসক বসানো হয়েছে। কিন্তু একটি মামলার রায়ে সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিল, কলকাতা পুরসভার ভোট করাতে হবে। কবে ভোট ১৭ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে বলেও সুপ্রিমকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি ভোট করাতে না পারে তাহলে সুপ্রিমকোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে বলেও কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় হবে বলে সূত্রের খবর। গত ৮ জুন কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে, কোভিড পরিস্থিতি চলায় ভোট না করিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসকমণ্ডলী বসানো হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড বাতিল করার আবেদন জানান শরদকুমার সিং। পুরমন্ত্রীর নেতৃত্বে প্রশাসকমণ্ডলীকে কাজ চালিয়ে যেতে বলেও করোনা পরিস্থিতি কমলেই পুরনির্বাচন করতে বলে হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন শরদ সিং। সেই আবেদনের শুনানিতে ফের ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডকেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার কলকাতা পুরসভা ভোট করাতে চাইছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতেই বিহার, অসম, হায়দরাবাদে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তাই কলকাতা পুরসভার ভোট না করার কোনও কারণ নেই।

সু্প্রিম কোর্টের নির্দেশের কাগজ পেলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে, এই নির্দেশের পরে বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version