করোনা আবহে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা নয়, বিজ্ঞপ্তি জারি পর্ষদের

করোনা মহামারি আবহে এখনও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে স্কুলস্তরে। তাই এবার বার্ষিক পরীক্ষা হবে না। কোনও পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। আজ, সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে যে, অতিমারী পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট দিতে হবে না।

প্রয়োজনে স্কুল মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নিতে পারে।

মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকায় বলা হয়েছে যে, এখন বার্ষিক পরীক্ষা না হলেও, স্কুল খুললে শিক্ষক-শিক্ষিকাদের পুরনো ক্লাসের পড়া রিভাইস করে তারপরই নতুন সিলেবাস শুরু করতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে গত মার্চ মার্স থেকেই বন্ধ রয়েছে স্কুল,কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। যার জেরে উচ্চমাধ্যমিকের বেশকিছু পরীক্ষাও বাতিল করা হয়। গড় নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে আনলক পর্ব শুরু হলেও স্কুল- কলেজ এখন খোলেনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদের এমন বিজ্ঞপ্তি বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট

Previous articleকলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট
Next articleজামসেদপুরের কাছে ১-২ গোলে হারল এটিকে মোহন বাগান, মরশুমে প্রথম হার বাগান শিবিরের