মেদিনীপুরের জনসভায় মমতা, কী বললেন তিনি

  • আমরা কখনো অতীত ভুলে না
  • পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা সভায় উপস্থিত
  • একটা বর্ধিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা
  • ধান ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কৃষকদের আন্দোলনের পাশে থাকব
  • কৃষকদের আন্দোলনে আমরা ছিলাম-আছি-থাকব
  • কালকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তাকে সমর্থন জানাচ্ছি
  • বনধকে সমর্থন করি না কারণ তাতে রুজির সমস্যা হয়
  • রাজ্যের হাত থেকে সবজি দাম নির্ধারণের ক্ষমতা কেড়ে নিয়েছে কেন্দ্র
  • আমি নিতাই-নন্দীগ্রাম-সিঙ্গুর ভুলিনি
  • রেল-সেল-কয়লা বিক্রি করে দিচ্ছে
  • ছত্রধর সঙ্গে আন্দোলন করেছি
  • কংগ্রেস-সিপিএম-বিজেপি একজোট হয়েছে; রক্ষক-ভক্ষক-তক্ষক
  • বিজেপিকে আটকাতে রাস্তায় হাতা-খুন্তি নিয়ে দাঁড়াবে মহিলারা
  • বহিরাগত গুন্ডারা এসেছে বাংলায়
  • কেন্দ্র থেকে সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে
  • বিজেপি মিথ্যের চুবড়ি নিয়ে বসে আছে
  • বহিরাগতরা টাকা নিয়ে এসে কিনতে চাইছে
  • তৃণমূলকে কেনা যায় না
  • মেদিনীপুর-সহ জঙ্গলমহলের আগের পরিস্থিতিতে মানুষ আসতে ভয় পেত
  • তৃণমূল কংগ্রেস এত দুর্বল নয় যদি কেউ মনে করে তাদের ব্ল্যাকমেল করবে তাহলে সমস্যা
  • তাদের বলব আগুন নিয়ে খেলবেন না
  • অনেকেই টাকা ছড়াচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে, মিথ্যা প্রচার করছে, দল ভাঙছে, ঘর ভাঙছে
  • তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে
  • কোভিড হয়েছে, আমফান হয়েছে- একটাও টাকা দেয়নি কেন্দ্র
  • উল্টে ওরা হিসাব চাইছে
  • আমরা স্বাধীন থাকব, বিজেপি জোরে ভয়ে থাকব না
  • বাংলা গুজরাট হবে না, বাংলাতে গুজরাট বানাতে দেব না’
  • ওরা যদি টাকা দেয়, নেবেন- সেটা আপনারই টাকা কিন্তু ভোট দেবেন না
  • বিজেপি টাকা থাকলেও তৃণমূল কংগ্রেসের মতো কর্মী নেই, পতাকা নেই
  • সভা মঞ্চ থেকে প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • আমরা চাই মানুষের স্বাস্থ্য শিক্ষা ও বিকাশ
  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাব
  • ৮ থেকে ১০ ডিসেম্বর গান্ধী মূর্তির সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
  • লুঠেরাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছে বিজেপি
  • সভা থেকে শপথ মমতার, “২০২১ আমাদের, ২০২১ বাংলার”
  • মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, তাদের কাছে বাংলা মাথা নত করবে না
  • আপনার সবাইকে নিয়ে চলতে চাই
  • কোন দুরাচারীর কাছে মাথানত করবেন না, কোনো অত্যাচারীর কাছে মাথানত করবেন না
  • ২০২১ তৃণমূল আসবে
  • হার্মাদ সিপিএমের আর না
    হার্মাদ বিজেপি একেবারেই না

আরও পড়ুন-‘মুখ্যমন্ত্রী নয়, আপনাদের সেবক হয়ে এসেছি’, কৃষক সাক্ষাতে বললেন কেজরি

Previous articleসেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র
Next articleবিক্ষোভের মুখে মেজাজ হারালেন মহুয়া, আপত্তিকর শব্দ সাংবাদিকদের