উত্তরের রাজনীতি গরম করতে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি। বেলা বারোটা নাগাদ শুরু হওয়া বিজেপি অভিযান শুরুতেই ধাক্কা খেলো প্রশাসনের বাধায়। অভিযানের অনুমতি না থাকার কারণে অভিযান শুরুর আগেই এনএইচপিসি মোড়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির উত্তরকন্যা অভিযান আটকাতে সকাল থেকেই তৎপর ছিল রাজ্য পুলিশ। দিলীপ ঘোষের পাশাপাশি আটকে দেওয়া হয়েছে সাংসদ জন বারলা ও সায়ন্তন বসুকেও। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দিলীপ ঘোষ। উত্তরকন্যা অভিযানে পুলিশি সক্রিয়তা নিয়ে সরব হয়ে ওঠেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ তাঁর। রবিবার বিমল গুরুংকে পুলিশ পাহারায় সভাস্থলে পৌঁছে দেওয়া হয়েছে আর তাঁকে কেন ট্রেন থেকে নামার পরে অতথি নিবাসে পৌঁছতে দেওয়া হয়নি। আন্দোলনে অংশ নিতে দেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। বেলা ১টায় এনএইচপিসি মোড়েই সাংবাদিক বৈঠক ডাকেছেন দিলীপবাবু। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তাই জনস্বার্থেই সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশের দাবি।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে CBI হাজিরা এড়ালেন লালা
