Friday, December 19, 2025

মিটেছে মান-অভিমান, অবশেষে বিজেপির হয়ে ময়দানে শোভন, ‘গাইড’ দেবজিৎ সরকার

Date:

Share post:

জল্পনার অবসান৷ মিটেছে মান- অভিমান পর্বও৷

এই মুহুর্তের বড় খবর, একুশের ভোটকে সামনে রেখে বিজেপির হয়ে ময়দানে নামছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পদ্ম-পতাকা হাতে নেওয়ার প্রায় দেড় বছর পর বিজেপির হয়ে ময়দানে নামছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন : বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে মোবিল-গ্রিজ ব্যবহারের অভিযোগ

তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপিতে শোভনকে ‘গাইড’ করার দায়িত্ব দেওয়া হয়েছে যুবমোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকারকে৷ ঠাণ্ডা মাথার দক্ষ সংগঠক দেবজিৎ কুশলতার সঙ্গেই এ কাজ করতে পারবেন বলে নিশ্চিত দলের শীর্ষনেতৃত্ব৷

একুশের ভোটের আগে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতারা অবশেষে শোভনের মান ভাঙ্গাতে পেরেছেন৷ তাঁর প্রথম কর্মসূচিও চূড়ান্ত৷ আগামী কয়েকদিনের মধ্যেই গেরুয়া-মঞ্চে অভিষেক হতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের৷

তবে এখনও চূড়ান্ত হয়নি বিজেপির মঞ্চে শোভনের প্রথম কর্মসূচিতে ‘বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় থাকবেন কি’না৷ গেরুয়া শিবিরের কাছে বিষয়টি খুবই স্পর্শকাতর৷ অভিজ্ঞ রাজনীতিক শোভনের সব কর্মসূচিতে বৈশাখীকে রাখার প্রয়োজনীয়তা নেই বলে দলের একাংশ মনে করলেও, ফের এই ছুতোয় শোভন বেঁকে বসুন, তেমনও চাইছেন না দলের অনেকেই৷ ফলে সতর্কতার সঙ্গে পা ফেলছেন দেবজিৎ৷ দলের শীর্ষমহল এ বিষয়ে তারা ঠিক কী চাইছেন, তা বুঝিয়ে দিয়েছে দেবজিৎ-কে৷ বৈশাখী-ইস্যুকে সামনে এনে ফের শোভন পিছিয়ে যাক, কিছুতেই এমন চাইছেন না ‘গাইড’ দেবজিৎ-ও৷

আরও পড়ুন : বিজেপির উত্তরকন্যা অভিযান থেকে ট্রাফিক পোস্টে হামলা, পোড়ানো হল গুরুত্বপূর্ণ নথিও

একুশের ভোটের আর বেশিদিন বাকি নেই৷ ইতিমধ্যেই ডঙ্কা বাজিয়ে বাংলায় নেমে পড়েছেন অমিত শাহ, জে পি নাড্ডারা৷ একের পর এক রাজ্যে আসছেন একঝাঁক কেন্দ্রীয় নেতা৷ কেন্দ্রের মন্ত্রীদেরও আসা-যাওয়া চলছে৷
ওদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করছেন, এ ব্যাপারে ‘নিশ্চিত’ বিজেপি৷ শুভেন্দু বিজেপিতে যোগ দিন বা নিজেই দল ঘোষণা করুন, দু’ক্ষেত্রেই লাভবান বিজেপি৷ আগামী ভোটে শুভেন্দুর টার্গেট তৃণমূল, বিজেপিরও তাই৷ এবং ঘটনাচক্রে শোভন চট্টোপাধ্যায়ও তেমনই চাইছেন৷ তাই ভোটের আগেই শোভনকে গেরুয়া মঞ্চে তুলে দিতে মরিয়া বিজেপি৷ আর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে তৈরি দেবজিৎ সরকারও৷

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...