Friday, May 16, 2025

বনধে সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কোনও নির্দেশিকা নেই

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধে সরকারি অফিসের কর্মীদের হাজিরা নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি। রাজ্য প্রশাসন সরাসরি বনধের পক্ষে না হলেও কৃষকদের আন্দোলনকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল । বনধের দিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে আগের মত অর্থ দফতর নির্দেশিকা প্রকাশ না করায় জল্পনা বেড়েছে।

অতীতে অন্যান্য বনধের দিন অফিসে সরকারি কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে অর্থ দফতর নির্দেশিকা প্রকাশ করত। তাতে বলা থাকত সব সরকারি এবং সরকারি অফিস খোলা থাকবে । উপস্থিত থাকতে হবে কর্মীদের । ধর্মঘটের দিন অর্ধদিবস, পূর্ণদিবস বা অন্য কোনো ছুটি মঞ্জুর হবে না। হাজিরা না থাকলে সংশ্লিষ্ট কর্মীর হবে ‘ডায়েস নন’ হবে।

জানা গিয়েছে সোমবার রাত সাড়ে নটা পর্যন্ত নবান্ন থেকে তেমন কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি। সেই কারণে পর্যবেক্ষকদের ধারণা মুখে না বললেও শাসক দলের পাশাপাশি প্রশাসন নিয়ে নীরব থাকলো । এ নিয়ে প্রশাসনের তরফে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি এ দিন যদিও যানচলাচল যাতে যদিও বনধের দিন যাতে যানচলাচল স্বাভাবিক থাকে সে ব্যাপারে বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সোমবার বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছে সরকার। তবে বাস নামানোর জন্য খুব বেশি কড়া অবস্থান প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না বলে বাস মালিক সংগঠনগুলির সূত্রের দাবি। রাজ্য পরিবহণ, রাষ্ট্রীয় পরিবহণ রেল-মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-কৃষক স্বার্থে আজ থেকে পথে তৃণমূল, গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ

spot_img

Related articles

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল...

তৃণমূলে সাংগঠনিক পদে বড় রদবদল! নয়া তালিকা প্রকাশ

২০২৬-এর নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) সাংগঠনিক পদে বড়সড় রদবদল। বেশ কয়েকটি জায়গায় জেলা সভাপতিকে সরিয়ে কোর কমিটি গঠন...