Wednesday, January 14, 2026

সকাল থেকে রাস্তায় ধর্মঘটীরা, কৃষকদের ভারত বনধে রাজ্যেও রেল-রাস্তা অবরোধ

Date:

Share post:

কেন্দ্রের “কালা” কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ, মঙ্গলবার ভারত বন্‌ধের ডাক দিয়েছেন কৃষকরা। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন যাতে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো অতিমারী বিধি মেনে চলা হয়, তা নিশ্চিত করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিঙ্ঘু সীমানায় অবস্থানকারী কৃষক নেতাদের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জোর করে কাউকে বন্‌ধ পালনে বাধ্য করা হবে না। তবে সকাল থেকেই দেশজুড়ে স্বতঃস্ফূর্ত বনধের ছবি ফুটে উঠেছে।

ভারত বনধের প্রভাব পড়েছে বাংলাতেও। বনধের সমর্থনে রাজ্যে মূলত একাধিক জায়গায় রেল অবরোধ করেছে বামের। শিয়ালদহ দক্ষিণ শাখায় যাদবপুরে আটকে রয়েছে লোকাল ট্রেন। রিষড়া, ডোমজুড়েও রেল অবরোধ করা হয়েছে। উত্তর শাখার মধ্যমগ্রামেও চলছে রেল অবরোধ।

বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নেমেছে লাল ঝান্ডাধারীরা। যাদবপুর, লেকটাউনে পথে নেমেছেন বনধ সনর্থকরা। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় সকাল থেকেই মিছিল শুরু করেছে বামেরা। জয়নগরের কুলপি রোড অবরোধ করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া পাঁশকুড়া ও বালিতেও রাস্তা অবরোধ করা হয়েছে। মধ্যমগ্রামের দোলতলা মোড়ে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী-সমর্থকেরা। মধ্যমগ্রাম চৌমাথা মোড়েও শুরু হয় অবরোধ। এছাড়া বাঁকুড়ায় কেরানিবাঁধ মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বাম কৃষক সংগঠন সদস্যরা।

অন্যদিকে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে আগুন লাগানোর চেষ্টা করে বনধ সমর্থনকারীরা। বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন-বনধে সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কোনও নির্দেশিকা নেই

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...