Sunday, November 9, 2025

১৪ ডিসেম্বর দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রের সঙ্গে আর বসতে রাজি নন কৃষকরা

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের ভূমিকায় প্রবল ক্ষুব্ধ আন্দোলনকারী কৃষকরা। বুধবার সিঙ্ঘুতে নিজেদের মধ্যে বৈঠক করে তাঁরা জানিয়ে দিলেন, সরকারের সঙ্গে আর আলোচনা সম্ভব নয়। কেন্দ্র তিনটি কৃষি আইন বাতিলের দাবি মেনে না নিলে বৈঠক করে কোনও লাভ নেই। ফলে চোদ্দদিনের মাথায় কৃষক সংকট আরও ঘোরালো। এই পরিস্থিতিতে আগামিকাল কেন্দ্রের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি।

কৃষক আন্দোলনের চোদ্দদিন পূর্ণ হল এদিন। গতকাল ভারত বনধের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুরোধে তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন কৃষক প্রতিনিধিরা। তিন ঘণ্টার আলোচনার পর সেখানেও রফাসূত্র মেলেনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ কেন্দ্রের তরফে লিখিতভাবে কয়েকটি প্রস্তাব পাঠানো হয় এবং বার্তা দেওয়া হয় যে আইন প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র কয়েকটি সংশোধনী যুক্ত হতে পারে। কেন্দ্রের এই অনমনীয় মনোভাব বুঝে কৃষক সংগঠনগুলিও পাল্টা অনড় মনোভাব নিয়েছে। সিঙ্ঘুতে ৪০ টি কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের সঙ্গে আর আলোচনা নয়। সরকার ঔদ্ধত্যপূর্ণ মনোভাব নিয়ে চলেছে। তিনটি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বরং আরও তীব্র হবে আন্দোলন। কৃষকনেতা রাকেশ টিকায়েত, হান্নান মোল্লারা জানিয়েছেন, এবার গোটা দিল্লি অচল করে দেওয়া হবে। আগামী ১৪ ডিসেম্বর দেশের সব জেলায় প্রতিবাদী ধরনা কর্মসূচিতে সামিল হবেন কৃষকরা।

প্রসঙ্গত, কৃষক সংগঠনগুলি স্পষ্টভাবে দাবি করেছে, চলতি কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। তা না করে সংশোধনী এনেও মূল সমস্যার সমাধান হবে না। কৃষক সংগঠনগুলির অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলির কাছে কৃষকদের দাস বানানোর চেষ্টা চলছে। এটা কৃষকদের জন্য মৃত্যুফাঁদ। অন্যদিকে মোদি সরকারের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, গোটা আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। বড়জোর এপিএমসি বা এগ্রিকালচারাল প্রডাক্ট মার্কেটিং কমিটির মান্ডি ব্যবস্থা এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সংশোধনী আইনে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই রফা সূত্র খারিজ করেছেন কৃষকরা। ফলে কৃষি আইন নিয়ে বিক্ষোভ ও অচলাবস্থা অব্যাহত থাকছে।

আরও পড়ুন-মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের পাশে থাকার বার্তা বিরোধীদের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...