হেস্টিংস হাউসের সামনে জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল

কৃষি আইনের প্রতিবাদে হোস্টিংসে জে পি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল। পাল্টা প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি কর্মীরাও। যদিও এই কালো পতাকা কারা দেখাচ্ছে তা জানা যায়নি । বিক্ষোভকারীদের দাবি তারা কোনো দলীয় সমর্থক নয়। তারা আমজনতা। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সরকারের ষড়যন্ত্র । এই বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের জেরে আপাতত রণক্ষেত্র হেস্টিংস এলাকা। বিক্ষোভকারীরা কালো পতাকা হাতে নিয়ে হেস্টিংস হাউস ঘিরে ধরার চেষ্টা করে। পুলিশ আধিকারিকরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিক্ষোভকারীদের খিদিরপুরের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-দেশে ‘খুবই বেশি’ গণতন্ত্র, কৃষক আন্দোলনের মাঝে নীতি আয়োগ কর্তার মন্তব্যে বিতর্ক

Previous articleদেশে ‘খুবই বেশি’ গণতন্ত্র, কৃষক আন্দোলনের মাঝে নীতি আয়োগ কর্তার মন্তব্যে বিতর্ক
Next articleগেহলট-পাইলটের দুশ্চিন্তা বাড়িয়ে রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় জয় বিজেপির