বক্সিং ডে টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন!

মেলবোর্নে অনুষ্ঠিত হবে বক্সিং ডে টেস্ট। এই টেস্টে দর্শক সংখ্যা বাড়ানোর অনুমতি দিল প্রশাসন। যদিও করোনা ভাইরাসের আবহ সেই সংখ্যাও সীমিত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন। জানানো হয়েছে যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলা বক্সিং ডে টেস্টের প্রতিদিন ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।
করোনা ভাইরাসের আবহে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ২৫ হাজার দর্শককে বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার প্রাথমিক অনুমতি দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন। অতিমারীর প্রভাব কমে যাওয়ায় তারা নিজেদের পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গে এক লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ম্যাচ।

Previous articleএবার বীরভূমে ধৃত জেএমবি জঙ্গি
Next articleমোদি-শাহের গুজরাটে মহামারিতে না খেয়ে ছিলো বহু পরিবার, চাঞ্চল্যকর রিপোর্ট