Friday, August 22, 2025

কোচবিহারে ‘দুয়ারে সরকার’ শিবিরে কাতারে-কাতারে মানুষ, সামিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও

Date:

‘দুয়ারে সরকার’ শীর্ষক কর্মসূচিতে গিযে নানা প্রকল্পের সুয়োগ সুবিধা নিতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার তল্লাগুড়ি হাইস্কুলের মাঠে উপচে পড়ল ভিড়। শুক্রবার সকাল থেকে ওই স্কুলের মাঠে এলাকাবাসী জড়ো হন। যা দেখে মনে হতে পারে বড় মাপের কোনও সমাবেশ অথবা মেলা শুরু হতে চলেছে।

এলাকাবাসীদের অনেকেই জানান, স্কুলের মাঠে একযোগে ১১টি পরিষেবা মিলবে বলেই তাঁরা সাতসকালে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সকালেই ওই স্কুলে হাজির হন নাটাবাড়ির তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি লাইনে দাঁড়ানো এলাকার বাসিন্দাদের অনেকের সঙ্গেই কথা বলেন। অনেকেই এগিয়ে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তাঁদের নানা ধরনের সমস্যার কথা জানান। মন্ত্রী সঙ্গে সঙ্গেই তাঁর সহায়কদের মাধ্যমে ওই আবেদনকারীদের পরিষেবার ব্যবস্থা করান।

তবে কাতারে কাতারে লোকজন স্কুলের মাঠে জড়ো হওয়ায় মন্ত্রী সকলকে কোভিড বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখার আর্জি জানান। দেখা যায়, মাস্ক না পরেই অনেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। একজনের থেকে আরেকজনের শারীরিক দূরত্ব ১-২ ফুটের কমও রয়েছে। তা নিয়েও সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করেন মন্ত্রী। দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প আরও তিনদিন ওই স্কুলে বসবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা।

 

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version