বেশি করে বই পড়ুন: বইমেলা উদ্বোধনে মন্তব্য হুমায়ুন কবীরের

করোনা আবহে লকডাউনের পরে হুগলি জেলায় প্রথম আয়োজিত হল কোনো মেলা। হুগলির কোন্নগরের কালীতলা মাঠে শুরু হল কোন্নগর বইমেলা ও পুষ্পপ্রদর্শনী। শুক্রবার, প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবীর।

কোন্নগর পুরসভার উদ্যোগে আয়োজিত এই বইমেলা ১৪ বছরে পদার্পণ করল। এদিন পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, আইজি ট্রাফিক ডক্টর তন্ময় রায়চৌধুরী, পুরপ্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।

করোনা বিধি মেনে কোন্নগর পুরসভার উদ্যোগে প্রথম মেলা অনুষ্ঠিত হল। এদিন ডিজিটাল যুগেও আরো বেশি করে বই পড়ার বার্তা দেন চন্দননগর পুলিশ কমিশনার তথা বিশিষ্ট লেখক ডক্টর হুমায়ুন কবীর।

Previous articleযোধপুর পার্কের আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার মডেল কাম অভিনেত্রীর দেহ
Next articleগরু পাচারকাণ্ড: সিবিআই হেফাজত খারিজ, এনামুলের ১৪ দিনের পুলিশ হেফাজত