ফের দিলীপের নিশানায় তৃণমূল

করণদিঘিতে রবিবার দিলীপ ঘোষ বলেন, চাষিদের ফসলের ন্যায্য দাম দেওয়া হচ্ছে না । বর্তমান সরকারকে ‘দুর্নীতির সরকার’ বলে উল্লেখ করেন তিনি । তার অভিযোগ, চাষিদের কথা ভাবে না বর্তমান সরকার । সাধারণ মানুষের চাল চুরি যাচ্ছে বলে তার অভিযোগ।
মোদির ‘আয়ুষ্মান ভারত’ রাজ্যে চালু হতে বাধা দিয়েছে এই সরকার। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বাংলার মানুষ। এর জন্য রাজ্য সরকারই দায়ী। বাংলায় সবকিছুতেই লুট চলছে । প্রতিবাদ করলেই খুন। বাংলার মানুষ কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত। বর্তমান জমানায় রাজ্যে গণতন্ত্র নেই । বিজেপি কর্মীরা খুন হলে পুলিশ বলছে আত্মহত্যা।

Previous articleবিমানে নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা পজিটিভ যাত্রী পরিবহন!
Next articleলা লিগায় ডার্বি জয় রিয়ালের