রাজস্থানের পুরভোটে তৃতীয় স্থানে মোদি- শাহের দল, এক নম্বরে কংগ্রেস

হায়দরাবাদের উল্টো ফল রাজস্থানের পুরভোটে৷ রাজস্থানে তৃতীয় স্থানে চলে গেলো মোদি-শাহের বিজেপি৷ এক নম্বরে কংগ্রেস৷ দ্বিতীয় স্থানে নির্দলরা৷

রাজস্থানের মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিলো৷ ফল প্রকাশ হয় রবিবার। মোট ১৭৭৫টি আসনের মধ্যে ১৭৭৪টি আসনের ফল ঘোষনা হয়েছে। এর মধ্যে কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি এবং বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন।
আসন সংখ্যার বিচারে তৃতীয় স্থানে বিজেপি৷

আরও পড়ুন:দাম কমেছে, এবার লোকসান করেই সুফল বাংলা স্টলে আলু বিক্রি রাজ্যের

ভোটের ফল ঘোষনার পরেই রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দসিংহ দোতাসরা বলেছেন, ৫০টি পুরসভার মধ্যে ৪১টি-তে বোর্ড গঠন করবে কংগ্রেস। তাঁর দাবি, ” কংগ্রেস বেশ কিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলো কৌশলগত কারনে। সেগুলিতে জয় পেয়েছেন তাঁরা। বিজেপি শেষ বার ৩৪টি পুরসভায় বোর্ড তৈরি করেছিল, এবার সেই সংখ্যাটা এসে দাঁড়াবে ৯-এ।’’ টুইট করে কংগ্রেস কর্মী সমর্থক ও নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট৷ লিখেছেন, ‘‘রাজস্থানবাসীদের ধন্যবাদ জানাই। কারণ তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছেন। শুভেচ্ছা জানাই কংগ্রেস কর্মীদের, যাঁরা লড়াই করে এই নির্বাচনে জয় পেয়েছেন।’’

ওদিকে, রাজস্থান বিজেপির মুখপাত্র মুকেশ পারেখের দাবি, “কোন দল কত বোর্ড গঠন করবে, সেটা এখনই বলা ঠিক হবে না৷ সময় দিন, দেখা যাবে কোন দল কটি বোর্ড গঠন করে”। এরপরই কংগ্রেস আশঙ্কা প্রকাশ করে বলেছে, বিজেপি এবার টাকার থলি নিয়ে ঘোড়া কিনতে নামবে যথারীতি৷

Previous articleদাম কমেছে, এবার লোকসান করেই সুফল বাংলা স্টলে আলু বিক্রি রাজ্যের
Next articleপ্রাক্তন স্বামীকে পুড়িয়ে খুনের অভিযোগ প্রথমপক্ষের স্ত্রীর বিরুদ্ধে, কেন?