দাম কমেছে, এবার লোকসান করেই সুফল বাংলা স্টলে আলু বিক্রি রাজ্যের

দাম কমেছে আলুর(Potato)। ফলে এবার লোকসান করেই সুফল বাংলা স্টলেে(Sufal Bangla Stall)  আলু বিক্রি করবে রাজ্য সরকার(West Bengal Government)। পুজোর আগেই সুফল বাংলার স্টলগুলিতে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয়েছে। এরপর সরকারি উদ্যোগে বেশ কিছুদিন ধরে সংগৃহীত আলু ২২ টাকা কেজি দরে স্টলে সরবরাহ করা হচ্ছিল। তা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়।

কৃষি বিপণন দফতর সূত্রে খবর, এখন কলকাতা(Kolkata)-সহ বেশ কিছু এলাকার স্টলে ১৮ টাকা কেজি দরে আলু বিক্রি হবে। কিছু জেলায় এখনও প্রতি কেজি আলুর দাম ২০ টাকা রয়েছে। সব জায়গাতে এখন ২২ টাকা কেজি দরে আলু সরবরাহ করা হচ্ছে।

সরকারি উদ্যোগে এবার প্রায় ৪২ হাজার টন আলু কিনে হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল। ওই আলু কিছুদিন খোলা বাজারে ২২ টাকা দরে সরবরাহ করা হয় ২৫ টাকায় বিক্রির জন্য। খোলাবাজারে দাম কমে যাওয়ার পর সরকারি আলু বাজারে সরবরাহ করা আগেই বন্ধ হয়েছে। সরকারি উদ্যোগে সংগৃহীত আলুর কিছু অংশ হিমঘর মালিকদের বিক্রি করে দিতে বলা হয়েছে। আলু কেনার জন্য হিমঘর মালিকদের ব্যাঙ্কের ঋণের ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য সরকার। রাজ্য জানিয়েছে, সেই ঋণ শোধ করতে হবে আলু বিক্রি করে।

আরও পড়ুন : দেশজুড়ে অনশন চলছে প্রতিবাদী কৃষকদের, আন্দোলন তীব্র করার ডাক

Previous articleজাতীয় সংগীত পরিবর্তনের দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর : বাংলা পক্ষের প্রচার
Next articleরাজস্থানের পুরভোটে তৃতীয় স্থানে মোদি- শাহের দল, এক নম্বরে কংগ্রেস