অনেক হয়েছে, এবার তাই রাজনীতি থেকে নির্বাসনে যেতে চান কমলনাথ!

অনেক হয়েছে, আর নয়। এবার রাজনীতি থেকে নির্বাসন নেওয়ার সময় এসেছে। দেশজুড়ে যখন অস্তিত্বের সংকটে ভুগছে কংগ্রেস, তখন ঘনিষ্ঠমহলে রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলে দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ( ex-chief minister of Madhya Pradesh)। দলের নেতা ও কর্মীদের এক সভায় রাজনীতি থেকে অবসর (retire) নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘রাজনীতি থেকে অনেক কিছু পেয়েছি। আর কোনও পদের মোহ নেই। কোনও পদ আঁকড়েও থাকতে চাই না। এবার শরীর বিশ্রাম চাইছে।’ কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের অন্দরে কমলনাথের (Kamal Nath) বিরোধী গোষ্ঠীর নেতারা যেভাবে লাগাতার তাঁর একাধিক পদ ধরে রাখা নিয়ে ক্ষোভপ্রকাশ করে চলেছেন, তার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ তাঁর খাসতালুক হিসেবে পরিচিত ছিন্দওয়াড়ায় দলীয় সভা করে মধ্যপ্রদেশে ঝিমিয়ে থাকা কংগ্রেস দলকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমলনাথের সঙ্গে রয়েছেন তাঁর সাংসদ পুত্র নকুলনাথ। দলীয় নেতা-কর্মীদের এক সভাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন একদা ইন্দিরা গান্ধীর স্নেহধন্য কমলনাথ( Kamal Nath)। কংগ্রেস রাজনীতিতে তিনি বরাবরই গান্ধী পরিবারের বিশ্বাসভাজন হিসেবে পরিচিত। গত বিধানসভা ভোটের আগেই মধ্যপ্রদেশে দলের সেনাপতির দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। কার্যত তাঁর হাত ধরেই ১৫ বছর বাদে রাজ্যের কুর্সি দখল করে কংগ্রেস। যদিও তা বেশিদিন ধরে রাখা যায়নি। গোয়ালিয়রের নেতা ও কমল বিরোধী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহ ও দলত্যাগের ফলে মধ্যপ্রদেশের কুর্সি হাতছাড়া হয়েছে কংগ্রেসের। রাজ্যের ক্ষমতা থেকে সরতেই কংগ্রেসের একাংশ কমলনাথকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানিয়ে যাচ্ছেন। মধ্যপ্রদেশে সাম্প্রতিক ২৮ টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির কাছে দলের ভরাডুবির পর আরও তীব্র হয়েছে কমল বিরোধী ক্ষোভ। এই অবস্থায় একেবারে রাজনীতি থেকে নির্বাসিত হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন প্রবীণ নেতা। যদিও তা নেহাতই আবেগবশত, নাকি সুচিন্তিত সিদ্ধান্ত তা ভবিষ্যতেই বোঝা যাবে।

আরও পড়ুন-গডসেকে দেশভক্ত বলা বিজেপি নেত্রী প্রজ্ঞা এবার মমতাকে বললেন শূদ্র ও পাগল!

Previous articleকৃষি আইনকে সমর্থন জানিয়ে মোদি সরকারের পাশে দেশের ১০ কৃষক সংগঠন
Next articleআমেরিকায় প্রথম টিকা নিলেন নিউ ইয়র্কের নার্স, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে সিঙ্গাপুরেও