২৩ দফা দাবিতে দিল্লির AIIMS-এর নার্সদের কর্মবিরতি

বেতন কাঠামো সহ ২৩ দফা দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(Strike) শুরু করেছেন AIIMS-এর নার্সরা(Nurse)। এই কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা প্রায় স্তব্ধ৷ বিপাকে AIIMS কর্তৃপক্ষ। ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া কোভিড পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছেন। বলেছেন, দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসবেন৷ ওদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি হাইকোর্টের ২০০২ সালের একটি রায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনকে উল্লেখ করে AIIMS-এর ডিরেক্টরকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করে এভাবে কর্মবিরতি চালিয়ে গেলে প্রয়োজনে নার্সদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছেন AIIMS-এর মিডিয়া কোঅর্ডিনেটর বিশ্বনাথ আচার্য। প্রসঙ্গত, দিল্লি AIIMS প্রায় সাড়ে ৪ হাজার নার্স রয়েছেন। প্রায় সবাই-ই যোগ দিয়েছেন কর্মবিরতিতে৷

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

Previous articleদক্ষিণেশ্বরে লাঠি-গুলি, পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ
Next articleগোয়া পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়, ভরাডুবি কংগ্রেসের