Sunday, May 4, 2025

মমতার সঙ্গে দেখা করার পরই ফিরহাদের সঙ্গে বসবেন, আজ কলকাতায় আসছেন না জিতেন্দ্র

Date:

দলের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিতর্কে ইতি টানতে আজ, মঙ্গলবার সন্ধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে বৈঠকের কথা ছিল তৃণমূল বিধায়ক তথা আসানসোল পুরসভার মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari). তাঁরা দু’জন ছাড়াও এই বৈঠকে থাকার কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তৃণমূলের ভোট “গুরু” প্রশান্ত কিশোরের (Prasant Kishor)। কিন্তু শেষপর্যন্ত এদিনের বৈঠক হচ্ছে না। কারণ, আজ কলকাতায় আসছেন না জিতেন্দ্র তিওয়ারি। একথা তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

আজ, মঙ্গলবার সকালে জিতেন্দ্র তিওয়ারি জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন। অরূপ বিশ্বাসের মাধ্যমে তাঁকে জানানো হয়েছে উত্তরবঙ্গ থেকে ফেরার পর মুখ্যমন্ত্রী তাঁকে সময় দেবেন। সেইমতো আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন মুখ্যমন্ত্রী। এবং সেই কারণেই এদিনের বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি।

আরও পড়ুন – ফিরহাদ-জিতেন্দ্রকে মঙ্গলবার বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জিতেন্দ্র তিওয়ারি বলেন, “এমনটা নয় যে আমি কাউকে অপমান করতে চাইছি। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবেন ঠিক হয়েছে, তাই তার আগে এই বৈঠকে আমি যাচ্ছি না। তবে ফিরহাদ হাকিমের সঙ্গে নিশ্চয় বৈঠক হওয়ার প্রয়োজন আছে। আমি বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করবো। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন আলোচনায় বসবো পুরমন্ত্রীর সঙ্গে।”

আপনি কি অন্য দলে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছেন?
জিতেন্দ্র তিওয়ারির স্পষ্ট উত্তর, “আমি দলীয় কর্মসূচি ও সরকারি কাজগুলি চালিয়ে যাব। সকলে খোঁজ নিয়ে দেখতে পারেন অন্য কোনও দলের কারও সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।”

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version