Sunday, November 2, 2025

মমতার সঙ্গে দেখা করার পরই ফিরহাদের সঙ্গে বসবেন, আজ কলকাতায় আসছেন না জিতেন্দ্র

Date:

দলের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিতর্কে ইতি টানতে আজ, মঙ্গলবার সন্ধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে বৈঠকের কথা ছিল তৃণমূল বিধায়ক তথা আসানসোল পুরসভার মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari). তাঁরা দু’জন ছাড়াও এই বৈঠকে থাকার কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তৃণমূলের ভোট “গুরু” প্রশান্ত কিশোরের (Prasant Kishor)। কিন্তু শেষপর্যন্ত এদিনের বৈঠক হচ্ছে না। কারণ, আজ কলকাতায় আসছেন না জিতেন্দ্র তিওয়ারি। একথা তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

আজ, মঙ্গলবার সকালে জিতেন্দ্র তিওয়ারি জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন। অরূপ বিশ্বাসের মাধ্যমে তাঁকে জানানো হয়েছে উত্তরবঙ্গ থেকে ফেরার পর মুখ্যমন্ত্রী তাঁকে সময় দেবেন। সেইমতো আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন মুখ্যমন্ত্রী। এবং সেই কারণেই এদিনের বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি।

আরও পড়ুন – ফিরহাদ-জিতেন্দ্রকে মঙ্গলবার বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জিতেন্দ্র তিওয়ারি বলেন, “এমনটা নয় যে আমি কাউকে অপমান করতে চাইছি। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবেন ঠিক হয়েছে, তাই তার আগে এই বৈঠকে আমি যাচ্ছি না। তবে ফিরহাদ হাকিমের সঙ্গে নিশ্চয় বৈঠক হওয়ার প্রয়োজন আছে। আমি বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করবো। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন আলোচনায় বসবো পুরমন্ত্রীর সঙ্গে।”

আপনি কি অন্য দলে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছেন?
জিতেন্দ্র তিওয়ারির স্পষ্ট উত্তর, “আমি দলীয় কর্মসূচি ও সরকারি কাজগুলি চালিয়ে যাব। সকলে খোঁজ নিয়ে দেখতে পারেন অন্য কোনও দলের কারও সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।”

Related articles

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...
Exit mobile version