১০ বছর সুবিধা নিয়ে ভোটের আগে বোঝাপড়া! কড়া বার্তা মমতার

উত্তরবঙ্গ সফরের প্রথমদিনেই জলপাইগুড়িতে (Jalpaiguri) জনসভায় নাম না করে বিদ্রোহীদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBanerjee)। এদিন তিনি বলেন, “১০ বছর ধরে যাঁরা শাসকদলের ছত্রছায়ায় থেকে সব সুযোগ-সুবিধা তাঁরাই ভোটের আগে বোঝাপড়া করে বিরোধিতা করছে”। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের অনিয়ম তিনি একেবারেই বরদাস্ত করবেন না।

আরও পড়ুন – মমতার সঙ্গে দেখা করার পরই ফিরহাদের সঙ্গে বসবেন, আজ কলকাতায় আসছেন না জিতেন্দ্র

আরও পড়ুন – নাম না করে তৃণমূলকে ভোটে হারানোর হুঙ্কার শুভেন্দুর

এদিন জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সভার ঘন্টাখানেক আগেই হলদিয়া সভা করেন শুভেন্দু অধিকারী( Shubhendu Adhikari)। সেখানেও তৃণমূলের নাম না করে একের পর এক কটাক্ষ করেন শুভেন্দু। দক্ষিণে শুভেন্দু সভা শেষ হওয়ার পরেই উত্তরবঙ্গের সভা থেকে দলের বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা।

আরও পড়ুন – পরশু দিল্লি যাচ্ছেন শুভেন্দু, যোগ দেবেন বিজেপিতেই

Previous articleহাসপাতালের ভিতরে গান শুনে নেচে উঠলেন রেমো ডিসুজা, ভিডিও পোস্ট স্ত্রীর
Next articleজঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল বললেন দিলীপ, তীব্র নিন্দা সৌগতর